Hare to Whatsapp
লোকেল ট্রেন বন্ধ, বাস ভাড়া মাত্রাতিরিক্ত, ত্রিপুরা জুড়ে যাত্রী দুর্ভোগ চরমে
By Our Correspondent
আগরতলা, জুলাই ২৩, : প্রতিদিনই অসংখ্য মানুষকে জীবিকা ও চাকরি সূত্রে রাজ্যের এ-প্রান্ত থেকে ঐ-প্রান্তে ছুঁটতে হয়। এই মুহূর্তে একদিকে রাস্তার অবস্থা বেহাল অপরদিকে যাত্রীবাহি গাড়ী গুলো আকাশ ছোঁয়া ভাড়া চাইছে। অত্যাধিক গাড়িভাড়ায় অধিকাংশ গরীব শ্রমজীবী অংশের মানুষ নাজেহাল। পেটের দায়ে রীতিমত বাধ্য হয়েই কর্মের সন্ধানে তাদের বাড়ী থেকে বের হতে হচ্ছে।
একদিকে কাজ নেই, স্বভাবতকারণেই অর্থ উপার্জন হচ্ছেনা । তার উপর মাত্রাতিরিক্ত গাড়ী ভাড়া। তাও সরকারী গাইডলাইন অমান্য করে বহু জায়গায় বেশিমাত্রায় পেসেঞ্জার তোলা হচ্ছে। এতে করোনা সংক্রমণের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে বলতে হয় ---সাধারণ মানুষের উপর এ যেনো ---"মরার উপর খাঁড়ার ঘা"।
এই অবস্থায় ট্রেন বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।