Hare to Whatsapp
করোনা রোগীদের চিকিৎসায় রাজ্যেও প্লাজমা থেরাপি চালুর দাবী উঠেছে
By Our Correspondent
আগরতলা, জুলাই ২২, : বিভিন্ন রাজনৈতিক দল গুলির দাবী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়ার পরও করোনা রোগীদের চিকিৎসায় ত্রিপুরায় কেন এখন পর্যন্ত প্লাজমা থেরাপির কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না এনিয়ে প্রশ্ন উঠেছে।
প্রাপ্ত খবরে জানাগেছে, শুধু কংগ্রেস সিপিএম কিংবা বিভিন্ন সমাজসেবী সংগঠন গুলিই নয়, রাজ্যের চিকিৎসক সংগঠন গুলিও চাইছেন করোনা চিকিৎসায় ত্রিপুরাতেও একটি প্লাজমা ব্যাঙ্ক চালু করা হোক। দিল্লী, আসাম, ওড়িষা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক ইত্যাদি বহু করোনা আক্রান্ত রাজ্য ইতিমধ্যেই প্লাজমা ব্যাঙ্ক চালু করেছে। এবং পরীক্ষামূলক ভাবে প্লাজমা থেরাপিতে পজিটিভ ফল পাওয়া যাচ্ছে।
সংবাদ সূত্রে প্রকাশ, আই এম এ, এটি জে ডি এ সহ রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা মোকাবেলা টাস্ক ফোর্স-এ কর্মরত একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকও বিভিন্ন ভাবে, বিভিন্ন ফোরামে প্রস্তাব দিয়েছেন রাজ্য সরকার যেন অতি শীঘ্রই করোনা রোগীদের চিকিৎসায় এরাজ্যেও একটা প্লাজমা থেরাপি সেন্টার চালু করেন। কেননা, তাঁদের মতে করোনা অতি সহশায় শেষ হয়ে যাওয়ার ব্যাপার নয়। তাই ভ্যাকসিন আবিষ্কারের পাশাপাশি অন্যান্য চিকিৎসা সুবিধাগুলি চালুর অঙ্গ হিসাবে এরাজ্যে প্লাজমা থেরাপি চালুর বিষয়টি অতি সক্রিয়তার সাথে বিবেচনা করা উচিৎ বলে বিশেষজ্ঞ চিকিৎসকদের ওই অংশের অভিমত।
এসম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি গোপাল রায় জানান, রাজ্য সরকারের উচিৎ করোনা চিকিৎসায় ডাক্তাররা কি বলেন সেই পরামর্শ মেনে চলা। এক্ষেত্রে দিল্লী, আসাম, ওড়িষার মতো রাজ্য যখন প্লাজমা থেরাপি চালু করে ফল পেয়েছে সেক্ষেত্রে ত্রিপুরায় চালু করতে বাঁধা কীসের, তিনি সেই প্রশ্ন তোলেছেন।
একই রকমভাবে সিপিএম রাজ্য সম্পাদকও প্লাজমা থেরাপির ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার দাবি করেন। পাশাপাশি এটি জে ডি এ-র এক ফেসবুক পোস্টে অতিসত্তর প্লাজমা থেরাপি বা প্লাজমা ব্যাঙ্ক চালুর উদ্যোগ গ্রহন জরুরি বলে অভিমত ব্যক্ত করা হয়েছে।