Hare to Whatsapp
ত্রিপুরায় ফের লকডাউন হচ্ছে ঘোষনা করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং
By Our Correspondent
আগরতলা, জুলাই ২১, : খুব শীঘ্রই রাজ্যে লকডাউন ঘোষনা হতে যাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যেই সবকিছু যাচাই করে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব স্বয়ং এই লকডাউনের ঘোষনা দেবেন।
রাজ্য সচিবালয় থেকে পাওয়া খবর অনুযায়ী, ক’দিনের জন্য কবে এই লকডাউন ঘোষনা হবে তার সবকিছুই নির্ভর করবে আগামী ক’দিনের এন্টিজেন টেষ্ট রিপোর্ট কোথা থেকে দৈনিক কতজনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার উপর।
সংবাদ সূত্রে বলা হয়েছে, লকডাউন হঠাৎ করে ঘোষনা করা হলেও তা সময় দিয়েই করা হবে যাতে সাধারন মানুষ আগে থেকে বাজার হাট করে রাখতে পারেন।
প্রাপ্ত খবর অনুযায়ী পরবর্তী লকডাউন যাতে সবাই কঠোর ভাবে মেনে চলেন সেই লক্ষ্যে রাজ্য সরকার বিশেষ কিছু কঠোর পদক্ষেপ গ্রহন করবেন। সংবাদ সূত্রে প্রকাশ পরবর্তী লকডাউনের পূর্বে রাজ্য সরকার রাজ্যজূড়ে বাড়ী বাড়ী একটা সার্ভের মতো করবেন। তাতে কোথায় কি কি সমস্যা এবং কিভাবে লকডাউন পরিস্থিতিতে তা মোকাবেলা করা যেতে পারে সাধারন মানুষের কাছ থেকে তার একটা ফিডবেক নেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদেরও আরও বেশী করে মানুষের বাড়িঘরে পাঠানো হবে এন্টিজেন টেষ্ট করার জন্যে।
প্রসঙ্গত, গত ক’দিন ধরে রাজ্যে ক্রমাগত বেড়ে চলছে কোভিড-১৯ পজিটিভ রোগীর সমস্যা। রিপোর্ট অনুযায়ী আজ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৪৯। যদিও তার অধিকাংশই সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। কিন্তু তার পরও আজ সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮।