দেশকে এক সূত্রে বেঁধে রাখার জন্য লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল সারা জীবন লড়াই করে গেছেন : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ১, : দেশকে এক সূত্রে বেঁধে রাখার জন্য লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল সারা জীবন লড়াই করে গেছেন। তাঁর এই লড়াইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে আজ রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হচ্ছে। ৩১ অক্টোবর সকালে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত রান ফর ইউনিটি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় একথা বলেন। তিনি বলেন, এবছর যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ১০ নভেম্বর আগরতলায় রাজবাড়ির সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে ১০ কিলোমিটার পথ পরিক্রমা করে হাঁপানিয়ায় গিয়ে শেষ হবে। এছাড়া সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশ থেকে আরেকটি পদযাত্ৰা শুরু হয়ে আগরতলা বিমানবন্দরের কাছে গিয়ে শেষ হবে। রাজ্যের বিভিন্ন জেলায়ও অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
স্বাগত বক্তব্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী দেশকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, রাজ্যপুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও, পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, মাই হোম ইন্ডিয়ার কর্ণধার সুনীল দেওধর প্রমুখ। অনুষ্ঠানে রাষ্ট্রীয় একতা দিবসের শপথবাক্য পাঠ করান যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। পদযাত্রায় আগরতলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আরক্ষা দপ্তর, এনএসএস, এনসিসি'র প্রতিনিধিগণও অংশগ্রহণ করেন। পদযাত্রাটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে উমাকান্ত স্কুলের সামনে এসে শেষ হয়।
আরও পড়ুন...