Hare to Whatsapp
আহত দুস্থ শিল্পীর চিকিৎসার জন্য সংস্কৃতি সংসদের আর্থিক সহায়তা
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১, : গত ৩০শে জানুয়ারি ২০২০ ইং তারিখে তবলা শিল্পী তুলসী আচার্য এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সংস্কৃতি সংসদের সভাপতি মনোরঞ্জন দেব, সাধারণ সম্পাদক দেবাশীষ অধিকারী ও কোষাদক্ষ দেবাশীষ ভট্টাচাৰ্যসহ সংসদের একটি টীম জিবি হাসপাতালে গিয়ে আহত তুলসী আচার্যকে দেখে আসেন এবং ডাক্তারদের সাথে কথা বলে তুলসী আচার্য-এর স্বাস্থ্যের খোঁজ খবর নেন| বাহাত্তর ঘন্টা অতিক্রম না হলে কিছুই বলা যাবেনা বলে জানান চিকিৎসকেরা| গতকালও সংস্কৃতি সংসদের জুনিয়রদের এক টীম আহত তুলসী আচার্যকে দেখতে জিবি হাসপাতালে যান।
আর্থিকভাবে অনেকটাই অস্বচ্ছল আহত তুলসী আচার্য-এর চিকিৎসায় সহায়তা করার জন্য সংস্কৃতি সংসদের 'সংস্কৃতি কর্মী কল্যাণ তহবিল' থেকে আহত তুলসী আচার্যর পরিবারকে ন্যূনতম পাঁচ হাজার (৫০০০/-) টাকা তুলে দেন সংস্কৃতি সংসদের কর্মকর্তারা।
বিগত ১৩ই ফেব্রুয়ারী ২০১৯ইং তারিখে সংস্কৃতি সংসদের জন্মলগ্নতেই দুস্থ শিল্পী-সাহিত্যিকদের চিকিৎসা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সহায়তা করার জন্য যে "সংস্কৃতি কর্মী কল্যাণ তহবিল" গঠন করা হয়েছিল, সেই তহবিল থেকেই যৎসামান্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় আহত শিল্পী তুলসী আচার্যর পরিবারের হাতে।