Hare to Whatsapp
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোনামুড়া শাখা এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হল।
By Our Correspondent
আগরতলা, জুলাই ২০, : এবার করোনার থাবা ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (নতুন নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যঙ্ক) সোনামুড়া শাখায়। এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হল লেনদেন।
এটা মহকুমার প্রধান বানিজ্যিক লেনদেনের প্রতিষ্ঠান। এর ফলে দুশ্চিন্তায় গ্রাহকগণ।
জানাগেছে, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সোনামুড়া শাখার একজন কর্মী গত মাসে বিহার থেকে এখানে আসেন। একাধিক পরীক্ষায় তার কোভিড ১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সতের দিন কোয়ারেণ্টাইনে থাকার পর তিনি কাজে যোগদান করেন। গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এবার সোয়াব টেস্ট করার পর ফলাফল পজেটিভ আসে। শনিবার তাকে হাপানিয়ায় কোভিড কেয়ার সেণ্টারে তোলে নিয়ে গেছে স্বাস্থ্য দপ্তর। সোনামুড়ার এই ব্যাঙ্ক শাখায় করোনা আক্রান্ত হওয়ার খবরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে গ্রাহকগণ। প্রতিনিয়তই ভিড় থাকে এখানে। তাছাড়া তিন জন সহকর্মী তার সংস্পর্শে ছিলেন।
স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর, বিষয়টির উপর তাদের নজর রয়েছে। পজেটিভ রোগীর সংস্পর্শে আসা লোকদের মধ্যে কোন লক্ষন দেখা গেলে তখন জরুরী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত দূরত্ব বজায় রেখে বাড়ি ঘরে থাকতেই তাদেরকে বলা হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে এই শাখাটি। সামনে ঈদ, লেনদেন বন্ধ থাকলে সমস্যায় পড়বে বহু গ্রাহক।