Hare to Whatsapp
ত্রিপুরা হীরা (HIRA) পেয়ে গেছেঃ মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুলাই ১৮, : মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব আজ ঘোষনা করেছেন গত ২০১৮ সালের বিধানসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী ত্রিপুরায় এসে ত্রিপুরাকে হীরা (HIRA) দেবেন বলে যে ঘোষনা দিয়ে গিয়েছিলেন প্রতিশ্রুতি অনুযায়ী তা হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর মতে পাচ (৫) বছরের মধ্যে তা হওয়ার কথা ছিল। কিন্তু আড়াই বছরের মধ্যেই নরেন্দ্র মোদি হীরা (HIRA)-এর সব কাজ করে দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী হীরা (HIRA) মানে হাইওয়েজ, ইন্টারনেট, রেলওয়েজ, ওয়াটার ওয়েজ ও এভিয়েশন।
মুখ্যমন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের মধ্যে মাস্ক, সেনিটাইজার ও কিছু সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বিলি করেন। এই অনুষ্ঠানেই সাংবাদিকদের সামনে ভাষন দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হীরা-র হাইওয়েজ স্কীমে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ১২ শ কোটি টাকা মঞ্জুর করেছে। দুই হাজার কোটি টাকার কাজের টেন্ডার হয়ে গেছে। ১৩০০ কোটি টাকার বরাত দিয়ে দেওয়া হয়েছে। আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে।
ইন্টারনেট প্রসঙ্গে বলেন ত্রিপুরায় ইন্টারন্যাশন্যাল ইন্টারনেট-এর যে গেইটওয়ে ছিল আগের সরকার টাকা দিতে পারেনি বলে তা এক্ষনে বন্ধ গেছে। তিনি দিল্লীতে চিঠি লিখেছেন। তা পুনরায় চালু হয়ে যাবে। রেলওয়ে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন ত্রিপুরাতে রাজধানী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস সহ রেলের প্রচুর সার্ভিস চালু হয়েছে। কেউ আগে তা চিন্তা করতে পারেননি বলে মুক্ষ্যমন্ত্রী জানান।
এভিয়েশন সেক্টর সম্পর্কে বলতে গিয়ে বলেন, এক্ষনে ত্রিপুরাতে প্রতিদিন ১৮ টি প্লেন আসছে। দিল্লী থেকে সরাসরি প্লেন আগে কেউ চিন্তাই করতে পারেননি বলে তিনি জানান।এসবই প্রধানুমন্ত্রী নরেন্দ্র মোদির হীরা স্কীমের বাস্তবায়নের সুফল বলে মুখ্যমন্ত্রী জানান।
মুখ্যমন্ত্রীর মতে পাচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হীরা স্কীমে ত্রিপুরাকে মডেল রাজ্য বানাবেন বলেছিলেন। কিন্তু তা আড়াই বছরেই হয়ে গেছে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতির বেশী ত্রিপুরাকে সাহায্য দিয়েছে। আর তা সম্ভব হয়েছে কেবল ডাবল ইন্জিনের সরকার থাকার কারণেই। মুখ্যমন্ত্রী এজন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।