Hare to Whatsapp
সোনামুড়া দিয়ে জাহাজ আপাতত আসছেনাঃ মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুলাই ১৮, : আগামী ২১ জুলাই চিটাগাং পোর্ট থেকে ত্রিপুরার সোনামুড়ায় যে মালবাহী জাহাজের ট্রায়াল রান হওয়ার কথা ছিল আপাতত তা হচ্ছেনা। তবে কোলকাতা থেকে জাহাজ চট্টগ্রাম পর্যন্ত আসছে। সেখান থেকে বাইরোডে আখাউড়া চেকপোষ্ট হয়ে ত্রিপুরার মালপত্র রাজ্যে আসবে আগামী ২৬ কিংবা ২৭ তারিখ। মুখ্যমন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের মধ্যে মাস্ক, সেনিটাইজার ও কিছু সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বিলির অনুষ্ঠানে একথা বলেন।
মুখ্যমন্ত্রীর মতে, সোনামুড়ায় জাহাজ আগামী ২১ তারিখ ঘোষনা মতো না আসার কারন হলো কোলকাতা থেকে চট্টগ্রাম বন্দরে যে জাহাজ আসছে তা অনেক বড় সাইজের, সেখান থেকে অন্য ছোট জাহাজে মাল তোলে ফের তা সোনামুড়ায় নিয়ে আসা হলে খরচ অনেক বেশী পড়বে। তাই আপাতত ঠিক হয়েছে কোলকাতা নয় বেনারস বা উত্তর ভারত থেকে যেসব জাহাজ আসবে সেগুলি সরাসরি সোনামুড়ায় নিয়ে আসা হবে, তাতে খরচ কম পড়বে।
তাছাড়া, আগামী ডিসেম্বর মাসের মধ্যে সাব্রুমের ফেনী নদীর উপর ব্রীজের কাজ শেষ হয়ে গেলে চট্টগ্রাম বন্দর থেকে মাত্র দু’ঘন্টায় মাল ত্রিপুরায় ঢুকে যাবে। তাতে মালের পরিবহন খরচ আরও কম পড়বে বলে মুখ্যমন্ত্রী জানান।
মুখ্যমন্ত্রীর মতে, ফেনী ব্রীজ হয়ে গেলেই ত্রিপুরার সাব্রুম উত্তর-পূর্ব ভারতের অর্থনীতির করিডর হয়ে যাবে। আর তা শুধু এখন সময়ের অপেক্ষা বলে তিনি জানান।