Hare to Whatsapp
সিকিউরিটি গার্ড সংস্থার প্রতারণা, তিন মাস ধরে বেতন নেই কর্মীদের!
By Our Correspondent
আগরতলা, জুলাই ১৬, : রাজধানীর একটি বেসরকারি সিকিউরিটি গার্ড এজেন্সীর বিরুদ্ধে তার কর্মীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে।অভিযোগ, এজেন্সী তার ১৯৬ জন গার্ড- এর পারিশ্রমিক হাপিস করে দিয়েছে। এই অভিযোগ উঠেছে রাজধানীর ন্যাশনাল একুরেট ব্রিলিয়ান্ট সিকিউরিটি নামক একটি সংস্থার বিরুদ্ধে। প্রতারক সিকিউরিটি সার্ভিস সংস্থাটির অফিস রাজধানীর মহারাজগঞ্জ বাজারের নেতাজী সুভাষ রোডে।
এই প্রতারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ, গত তিন মাস ধরে সংস্থার সিকিউরিটি গার্ডের চাকরি করা যুবক-যুবতীরা বেতন পাচ্ছেনা। টাকা না পেয়ে ক্ষুব্ধ আজ যুবকরা তালা লাগিয়ে দিল প্রতারক সংস্থার অফিসে।প্রতারণার শিকার যুবকদের তরফে এক্ষেত্রে রাজ্য সরকারের কাছে তখদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবী করা হয়েছে।