Hare to Whatsapp
তেলিয়ামুড়া হাসপাতালের নরকদশায় আতংকে রোগীরা!
By Our Correspondent
আগরতলা, জুলাই ১৫, : সমগ্র দেশের সাথে রাজ্যেও কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। এই সংক্রমণ যাথে আর বৃদ্ধি না পায় তার জন্য রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর বিভিন্ন নিয়ম নির্দেশিকা জারি করে থাকলেও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার কাজে ব্যবহৃত ইনজেকশন, স্যালাইনের খালি বোতল সহ চিকিৎসা কালীন বজ্র পদার্থ গুলোকে যত্রতত্র ফেলছে হাসপাতালের কর্মচারীরা। অথচ তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে দুটি ডাস্টবিন দেওয়া হয়েছিল যাতে হাসপাতালের চিকিৎসা কালীন বজ্র পদার্থ গুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলা হয়। কিন্তু হাসপাতালের সাফাই কর্মীরা চিকিৎসাকালীন বজ্র পদার্থ গুলোকে ডাস্টবিনে না ফেলে যত্রতত্র ফেলছে। পরে চিকিৎসা পরিষেবা নিতে হাসপাতালে আসা রোগীসহ রোগীর পরিবারের লোকের যে কোন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। এই ব্যাপারটি নিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অজিত দেববর্মাও উদাসীন।