Hare to Whatsapp
বনধ্বংস অব্যাহত নাগিছড়ায়, উজার সরকারী বাঁশ বাগান, শীতঘুমে বন দপ্তর !
By Our Correspondent
আগরতলা, জুলাই ১৪, : বনদপ্তরের অন্তর্গত ত্রিপুরা জাইকা প্রজেক্টের নাগিছড়ার ফরেস্ট রিসার্চ স্টেশনে চলছে চরম নৈরাজ্য। এই জায়গায় যে বাঁশ বাগান রয়েছে সেটি রীতিমতো উজাড় হয়ে গেছে।
অভিযোগ বনদস্যুদের সঙ্গে একাংশ সরকারি আধিকারিকদের যোগসাজশের ফলে বাঁশ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বাঁশবাগানের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ তারপরও বনদস্যুদের তাণ্ডব থেমে নেই।
জাইকা প্রজেক্ট এর অন্তর্গত এই বাগানে বিশেষ করে বাঁশ গাছ কেটে নিয়ে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। মূলত নাগিছড়া এবং ধুপ ছড়া এলাকায় ঘাঁটি গেড়ে বসে অপকর্ম চালাচ্ছে পাচারকারীরা।
উল্লেখ্য, গত কয়েক মাসের ব্যবধানে স্থানীয় এলাকার বেশ কয়েকটি সরকারি বাগানের মূল্যবান গাছ গাছালিও পাচার করা হয়েছে রাতারাতি। এ ব্যাপারে বনদপ্তর এর ভূমিকাও সন্দেহজনক বলে মনে করছেন স্হানীয় মানুষ। ওই এলাকার আশেপাশে বেশ কয়েকটি বেআইনী কাঠের মিল রয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা এইসব মিল গুলিতে সরকারি মূল্যবান গাছ গাছালির জবাই কান্ড হচ্ছে। বনজ সম্পদের ওপর যেখানে বর্তমান সরকারের তরফে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে, যেখানে বনসৃজন এর উপর কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে, সে জায়গায় বিভাগীয় দপ্তর এর ভূমিকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।