বিভিন্ন ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করার জন্য তরুণ সমাজের বিরাট ভূমিকা রয়েছে : শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১৬, : বিভিন্ন ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করার জন্য তরুণ সমাজের বিরাট ভূমিকা রয়েছে। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা আরও বাড়াতে হবে। এতে দেশ তথা সমাজ উপকৃত হবে। ১৫ অক্টোবর ইন্দ্রনগরে অবস্থিত মহিলা আইটিআই কলেজের কনফারেন্স হলে আয়োজিত ‘কৌশল দিখশান্ত সমারোহে' প্রধান অতিথির ভাষণে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সমারোহে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, রাজ্যের মোট ১৯টি আইটিআইকে আরও উন্নত করতে দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলেছে। আগামী দিনেও দপ্তর এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। এবছর রাজ্য থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৪ জন ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামী দিনে অন্যান্য যুবক-যুবতীরা তাদের দেখে উৎসাহিত হবেন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য উদ্যোগী হবেন।

শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান। আগামী দিনে দপ্তরের বিভিন্ন পরিকল্পনা তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন। স্বাগত ভাষণে দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ দাস বলেন, এআইটিটি ২০২৫-এ সারা রাজ্য থেকে ক্র্যাফটসম্যান ট্রেইনিং স্কিমে ১,২৭৫ জন প্রশিক্ষণার্থী পাশ করেন। এর মধ্যে রাজ্যস্তরের সর্বোচ্চ নম্বর পাওয়া ১৪ জনকে আজ এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.