Hare to Whatsapp
করোনার কঠিন পরিস্থিতির মধ্যেও মাইক্রো ফিনান্স কোম্পানি গুলি গ্রাহকদের লোনের টাকা ফেরৎ দিতে চাপ ঘিরে প্রতিক্রিয়া
By Our Correspondent
আগরতলা, জুলাই ১৪, : কোভিড ১৯ - এর জেরে বর্তমানে গ্রামীন এলাকার জনগণ অনেকটাই সমস্যায় রয়েছে। এই সময়ে মাইক্রোফাইন্যান্স সংস্থাগুলি গ্রামবাসীদের টাকার জন্য চাপ সৃষ্টি করছে।
জানাগেছে, আমবাসা ব্লকের জগন্নাথপুর এলাকায় ৬৫ পরিবার বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স সংস্থা থেকে লোন নিয়েছিল। কিন্তু করুনা ভাইরাসের জেরে কাজকর্ম বন্ধ থাকায় লোন পরিশোধ করতে পারছে না। কিন্তু মাইক্রোফাইন্যান্স সংস্থাগুলির কর্মকর্তারা এসে উপজাতি পরিবারগুলোকে চাপ সৃষ্টি করছে লোন পরিশোধ করার জন্য। কাজকর্ম বন্ধ থাকায় এমনিতেই এই পরিবারগুলো সমস্যায় রয়েছে, তার ওপর তাদের ওপর বাড়তি চাপ দিচ্ছে মাইক্রোফাইন্যান্স সংস্থাগুলি। এই অবস্থায় বাধ্য হয়ে জগন্নাথপুর এলাকায় মাইক্রোফাইন্যান্স সংস্থাগুলির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় মহিলারা। তাদের দাবি সরকার উপজাতি পরিবারগুলোর কথা চিন্তা করুক। তাদের ঋণ গুলি মুকুব করে দেওয়া হোক।
গ্রামবাসী আরও জানায় প্রতিনিয়ত তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে লোন পরিশোধ করার জন্য। দিবারাত্রি সবসময়ই মাইক্রোফাইন্যান্স সংস্থাগুলির কর্মকর্তারা তাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে।