Hare to Whatsapp
রাজধানী শহরের বেশকিছু রাস্তা ভয়ংকর হয়ে পড়েছে, পায়ে চলার উপায় নেই!
By Our Correspondent
আগরতলা, জুলাই ১৪, : স্মার্টসিটির কাজের নামে আগরতলা শহরের বেশ কিছু সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। যান বাহন নিয়ে চলাচল করা দূরের কথা পায়ে হেটে চলাচলই বর্তমানে বেশ দুরহ ব্যাপার। নিত্য যাত্রীদের নিত্যদিনের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে শহরের সড়কগুলি।
ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে রাজ্যে। মাঝে মধ্যেই মাঝারি থেকে ভারী বর্ষণও হচ্ছে। এই অবস্থায় খানা খন্দে ভর্তি শহরের রাস্তায় জল জমে আরো জটিলতার তৈরি করেছে। ছোট বড় যান চালক থেকে পথচারী এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। দিনের পর দিন এই অবস্থা চলছে। কবে এর থেকে পরিত্রাণ মিলবে তা নিয়ে কেউ কিছু বলছেননা।
রাজধানীর মঠ চৌমুহনী থেকে শিবনগর হয়ে কলেজটিলা যাওয়ার রাস্তাটির অবস্হা সবচেয়ে খারাপ। এক রিক্সা চালক জানান এই অবস্থার জেরে অনেকে রিক্সায় উঠতে চান না। তাঁর উপর নষ্ট হচ্ছে রিক্সা। একই বক্তব্য অটো চালকদের। কিছু দিন পর পর রাস্তার কারনে সারাই করাতে হচ্ছে অটো।
পথচলতি মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাইকেল চালিয়ে যাওয়ার মতো অবস্থাও নেই। অথচ হেলদোল নেই কর্তৃপক্ষের।