Hare to Whatsapp
গত ২৮ মাসে ত্রিপুরায় গনতন্ত্রের বলি হয়েছে: জীতেন চৌধুরী
By Our Correspondent
আগরতলা, জুলাই ১২, : ২০১৮ - এর বিধানসভা ভোটের আগে বিজেপি মিথ্যে প্রতিশ্রুতির ফল্গুধারা বইয়ে দিয়েছিল। শুধু টাকার খেলা হয়েছিল আঠারোর নির্বাচনের আগে। বললেন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন এই সরকারের ২৮ মাস পূর্ণ হয়েছে।কিন্তু গত ২৮ মাসে ত্রিপুরা রাজ্যে সংবিধানকে বলি দেওয়া হয়েছে।রাজ্যে নারীর ইজ্জত ভূলুণ্ঠিত।
প্রাক্তন মন্ত্রী ও সাংসদ জিতেন্দ্র চৌধুরী তার সোশ্যাল মিডিয়ার একটি পেইজে আজ আরও বলেছেন, ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে কেউ নিরাপদ নন। কারণ এরাজ্যে এখন গণতন্ত্র অচল। উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। গত ২৮ মাসে ১৩ জন বামপন্থী লোক খুন হয়েছেন। আরও ১৫ জন অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
সেইসব মৃত্যুকাণ্ড সন্দেহজনক বলেও তিনি মন্তব্য করেন।