বৃন্দাবনের রাধা মাধব জিউ মন্দিরে সপ্তাহব্যাপী শ্রিমদ্ভাগবত কথা শুরু, অসম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও বাংলাদেশ থেকে ভক্তদের ভিড়
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ১২, : পবিত্র বৃন্দাবনের রাধাকুণ্ডস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী রাধা মাধব জিউ মন্দিরে গতকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শ্রিমদ্ভাগবত পরায়ণ জ্ঞানযজ্ঞ। পবিত্র কার্তিক নিয়ম মাস উপলক্ষে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানে অসম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছে ভক্তিমূলক আবহে। যজ্ঞটি চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
প্রায় ১৫৯ বছরের ঐতিহ্য বহনকারী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন অসমের প্রতাপগড় পরগনার মহাপণ্ডিত পুণ্ডরীকাক্ষ শর্মা। প্রতিষ্ঠার পর থেকেই এটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত, যেখানে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের বহু ভক্ত প্রতিবছর ধর্মীয় সাধনায় অংশ নিতে আসেন।
মন্দিরের দৈনন্দিন পূজা, সেবা এবং ভক্তদের জন্য যাবতীয় আয়োজন পরিচালনা করে শ্রীধাম রাধাকুণ্ডস্থিত শ্রীশ্রী রাধা মাধব জিউ সেবা পরিচালন সমিতি, যা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন। আইনগত ভাবে নিবন্ধিত এই ট্রাস্ট মন্দিরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার দায়িত্বে রয়েছে। মন্দিরের কার্যক্রম পরিচালিত হয় মধুকরি অনুদানের মাধ্যমে, যা বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরিবারের স্বেচ্ছা দানে সংগৃহীত হয়।
যজ্ঞের সূচনা উপলক্ষে ১১ অক্টোবর এক বিশাল কলশ যাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় রাধাকুণ্ডের ব্রজবাসী মায়েরা, মন্দিরের সেবায়েতগণ, পরিচালন সমিতির সদস্য, পার্শ্ববর্তী কুঞ্জের বাসিন্দা এবং অসম, ত্রিপুরা ও বাংলাদেশের ভক্তরা ভক্তিভরে অংশ নেন।
সপ্তাহব্যাপী এই ধর্মীয় উৎসবে প্রতিদিন মন্দির প্রাঙ্গণ মুখরিত থাকবে শ্রিমদ্ভাগবত পাঠ, ভজন–কীর্তন এবং আধ্যাত্মিক বক্তৃতায়। ভক্তদের মধ্যে ভক্তিভাব, নৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলাই এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। কার্তিক মাসকে বৈষ্ণব সমাজে সর্বপবিত্র মাস হিসেবে ধরা হয়, তাই এই সময় ভক্তরা বিশেষভাবে পূজা ও নিয়ম পালন করেন।
আয়োজক কমিটি সকল ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবাইকে আহ্বান জানিয়েছে এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রীশ্রী রাধা মাধব জিউ-এর চরণে আশীর্বাদ প্রাপ্ত হতে। পবিত্র রাধাকুণ্ডধামে এই পবিত্র কার্তিক মাসের অনুষ্ঠান আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।
আরও পড়ুন...