Hare to Whatsapp
মিলছে না জরুরি ঔষুধ পত্র, আনন্দনগর পশু হাসপাতালের দৈন্যদশা !
By Our Correspondent
আগরতলা, জুলাই ১২, : রাজধানীর অনতিদূরে আনন্দনগর পশু চিকিৎসা হাসপাতালে মিলছে না হাঁস-মুরগির জরুরি ঔষুধ পত্র। অভিযোগ, আনন্দনগর সহ তার আশপাশের এলাকায় প্রচুর পরিবার রয়েছে যারা হাঁস এবং মুরগি পালন করে থাকেন। এই এলাকায় প্রচুর পরিমাণ পোল্ট্রি ফার্মও রয়েছে। গৃহপালিত এইসব পশুপাখির জন্য সাধারণ কিছু ভ্যাকসিন বা টিকার প্রয়োজন পড়ে সব সময়। কিন্তু জানাগেছে, এইসব ঔষুধের জন্য উজান অভয়নগরের হাসপাতালে সব সময় ছুটে যেতে হয় পশুপালকদের। জরুরী ঔষুধপত্র যাতে পাওয়া যায় এই সেন্টারটিতে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না এমনটাই অভিযোগ। এমতাবস্থায় পশু হাসপাতালে সাধারণ মানের ঔষুধপত্র ভ্যাকসিন টিকা ইত্যাদি না থাকায় অনেকেই পোল্ট্রি ফার্ম ও অন্যান্য পশুপালন ছেড়ে দিয়েছেন। এতে তারা আর্থিকভাবে চাপে পড়ে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে পশুপালন সম্পর্কে মানুষকে উৎসাহিত করছেন সেখানে পশু হাসপাতালে সাধারণ ভ্যাকসিন এবং টিকা না পাওয়ার ঘটনায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে ভুক্তভোগীদের মধ্যে।