Hare to Whatsapp
টি এস আর-এর নিয়োগ বাছাই পদ্ধতি বহিঃরাজ্যের বেসরকারী হাতে যাচ্ছে !
By Our Correspondent
আগরতলা, জুলাই ১১, : এই প্রথম রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী (টিএসআর)-এ লোক নিয়োগ হচ্ছে বহিঃরাজ্যের বেসরকারী কোম্পানীর হাত ধরে। মোট ১৪৮৮ জন টি এস আর-এ রাইফেলম্যান হিসাবে ইন্ডিয়া রিজার্ভ এর জন্যে এই লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে দশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষন রাখা হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মোট ৩৫৬৪২ জন টি এস আর-এ চাকুরি করতে চেয়ে আবেদন জানিয়েছেন। এরাজ্যের ছেলে মেয়েদের থেকে নেওয়া হবে ৭৫%। এবং বহিরাজ্য থেকে নেওয়া হবে ২৫%। বহিরাজ্য থেকে ১৫২৬৫ জন আবেদন করেছেন। এর মধ্যে ৪৪২ জন মহিলা রয়েছে। আর এরাজ্য থেকে ২০৩৭৭ জন আবেদন করেছেন। তাতে ৪৩১০ জন মহিলা রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, বহি;রাজ্যের তিনটি কোম্পানী নিয়োগ বাছাই-র কাজটি পেতে চেয়ে আবেদন করেছে। এর মধ্যে দু’টি কোম্পানী হায়দ্রাবাদের। আর একটি কোম্পানী কুয়েম্বেটর-এর। এর মধ্যে একটি কোম্পানী বাছাই করা হবে। তারা শুধু শারিরীক সক্ষমতা যাচাই-র কাজটি করবে। লিখিত পরীক্ষা গ্রহন করবে সি বি এস ই। তবে করে নাগাদ শারিরীক সক্ষমতা যাচাই’র কাজটি শুরু হবে বা লিখিত পরীক্ষাই কবে থেকে হচ্ছে এব্যাপারে শিক্ষামন্ত্রী কিছুই বলতে পারেননি। কেননা, করোনা মহামারীর কারনে এক্ষুনিই এধরনের নিয়োগ বাছাই’র কাজ সম্ভব হবে কিনা তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি।