রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনজাতি ছাত্রছাত্রীদের কাছে গুণগত ও আধুনিক শিক্ষা পৌঁছে দিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১০, : জনজাতিদের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার কাজ করে চলেছে। উভয় সরকারই জনজাতি সম্প্রদায়কে যথাযথ সম্মান দিয়ে থাকে। এই সম্মান প্রদর্শনের অঙ্গ হিসেবে জনজাতি সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে ভারতের রাষ্ট্রপতি করা হয়েছে। ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যের রাজ পরিবারের সন্তান যীষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার মতো বড় রাজ্যের রাজ্যপাল করা হয়েছে। ৯ অক্টোবর জম্পুইজলা মহকুমার প্রভাপুর ভিলেজে নবনির্মিত ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তিনি বলেন, একলব্য মডেল আবাসিক বিদ্যালয় জনজাতি কল্যাণ মন্ত্রকের আর্থিক অনুদানে চালু হয়েছে। এটি কেন্দ্রীয় সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। দুর্বল এবং পিছিয়েপড়া জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের জন্য সরকার এই প্রকল্প চালু করেছে। সারা ভারতবর্ষেই এই বিদ্যালয়গুলি চালু রয়েছে। ত্রিপুরায় বর্তমানে ২১টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আজ জম্পুইজলা মহকুমার অন্তর্গত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধনের পর বর্তমানে ত্রিপুরায় এই বিদ্যালয়ের সংখ্যা বেড়ে হয়েছে ১২টি।

মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সংস্কৃতির সংরক্ষণ ও শিক্ষার প্রসারের লক্ষ্যে একলব্য মডেল আবাসিক স্কুল প্রকল্প একটি ঐতিহাসিক পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে এই উদ্যোগ এসেছে অভূতপূর্ব গতি। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনজাতি ছাত্রছাত্রীদের কাছে গুণগত ও আধুনিক শিক্ষা পৌঁছে দিতে। তিনি জানান, খুমুলুঙ একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্র খাতিজাক দেববর্মা জনজাতি গৌরব দিবসের উপর বিহারে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। প্রধানমন্ত্রী তার হাতে পুরস্কার তুলে দেন। ২০২৪ সালে বীরগাঁথা প্রবন্ধ প্রতিযোগিতায় খুমুলুঙ একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্র সাগর দেববর্মা প্রথম স্থান পেয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার হাতে পুরস্কার তুলে দেন।

মুখ্যমন্ত্রী বলেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারবে। বিনামূল্যে আবাসিক বিদ্যালয়ে থেকে থাকা খাওয়া, লেখাপড়া, পোশাক, বইপত্র, বিশেষ কোচিং ইত্যাদির সুযোগ দেওয়া হবে। তবে শুধু লেখাপড়া নয়, খেলাধুলা, বৃত্তিমূলক শিক্ষা, সংস্কৃতি চর্চা ইত্যাদির উপরও প্রশিক্ষণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এখন পূর্ণ স্বাক্ষর রাজ্য। গোয়া এবং মিজোরামের পর জাতীয় স্তরে ত্রিপুরার স্থান। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান জনজাতি কল্যাণ দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যে তিনটি ডিগ্রি কলেজে এস.টি. হোস্টেল চালু রয়েছে। ২০২৩ সালে ৫৫ টাকা থেকে হোস্টেল আবাসিকদের প্রতিদিনের খরচ ৮০ টাকা করা হয়েছে এতে ৪০৭টি হোস্টেলের ৪০ হাজার ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের প্রি-মেট্রিক স্কলারশিপ ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। উচ্চশিক্ষার জন্য জনজাতি ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। জনজাতিদের জন্য ২৯টি নতুন হোস্টেল নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন প্রকল্পে জনজাতিদের ৫০টি হোস্টেলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এতে ১৯ কোটি টাকা ব্যয় হয়েছে। জনজাতি কারুশিল্প, লোকসংগীত, লোকনৃত্য, হস্তশিল্প ইত্যাদির জন্য অতিরিক্ত ৩ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। আরও ১০০ আসন বিশিষ্ট ৩টি হোস্টেল এবং ৫০ আসন বিশিষ্ট ৭টি নতুন হোস্টেল জনজাতিদের জন্য নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড. কে. শশীকুমার, সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জম্পুইজলা বি.এ.সি.-র চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.