Hare to Whatsapp
রাজ্যে অরাজকতা চলছে বলে দলের বিধায়কের সাথে একমত নয় আই পি এফ টি !
By Our Correspondent
আগরতলা, জুলাই ১১, : রাজ্যে আরাজকতা চলছে, আইন শৃঙ্খলা ভালো নয় বলে আই পি এফ টি-র এক এম এল এ বৃষকেতু দেববর্মা গত ৮ই জুলাই এডিসি’র সদর দপ্তরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিডিয়াতে যা বলেছেন সেটা তার নিজস্ব মতামত বলে আজ মন্তব্য করেছেন আই পি এফ টি’র মুখপাত্র মঙ্গল দেববর্মা। এব্যাপারে দলের শৃঙ্খলা কমিটি যা ব্যবস্থা নেওয়ার নেবে বলে মঙ্গল মঙ্গল দেববর্মা আজ রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে জানান। মঙ্গল দেববর্মার মতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৃষকেতু যা বলেছেন তা ঠিক নয়। এবং দলের তরফে এমন কথা বলার জন্যে তাকে বলা হয়নি।
ভারতীয় জনতা পার্টির সাথে আসন্ন এডিসি ভোটে আই পি এফ টি’র আসন সমঝোতা হবে কি না এই প্রশ্নের উত্তরে মঙ্গল দেববর্মা জানান, আজ সকালেই বেজেপি’র সর্বভারতীয় সাধারন সম্পাদকের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে চূরান্ত কিছু সিদ্ধান্ত হয়নি। আইপিএফটি’র তিপ্রাল্যান্ডের দাবী মেনে যারাই তাদের সাথে একসাথে এডিসি ভোটে আসন সমঝোতা করতে চাইবে তারা রাজী রয়েছে। এক্ষেত্রে তিপ্রাল্যান্ডের দাবী মানলে বিজেপি’র সাথেও আসন সমঝোতা হতে পারে বলে মঙ্গল দেববর্মা জানান। তবে এক্ষেত্রে আইপিএফটি সংখ্যাগরিষ্ঠ আসন প্রার্থী দেবে বলে তিনি জানান।