জেন জেড তরুণদের হাত ধরে প্রকাশিত ‘ত্রিপুরাইনফো কুইজ, জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স’ ২০২৬ সংস্করণ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ৯, : ত্রিপুরার অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ ও তথ্যভাণ্ডার ত্রিপুরা ইনফো ডটকম (tripurainfo.com)- এর পক্ষ থেকে গত ৮ নভেম্বর লিচুবাগান অফিসে সন্ধ্যাকালীন এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত ‘ত্রিপুরাইনফো কুইজ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স’ ২০২৬ সংস্করণ। এবারের বই উন্মোচনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল, জেনারেশন জেড (Gen Z) প্রজন্মের তরুণ-তরুণীদের অংশগ্রহণে বইটির কভার উন্মোচন। উদ্যমী তরুণরা এই বই প্রকাশে অংশ নিয়ে নিজেদের গর্ব ও আনন্দ প্রকাশ করেন এবং একে ত্রিপুরা সহ দেশের সাধারণ জ্ঞান অর্জনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বই বলে অভিহিত করেন।
বই প্রকাশ অনুষ্ঠানে ত্রিপুরাইনফো-র সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক শ্রী জয়ন্ত দেবনাথ বলেন, “২০২৬ সালের এই সংস্করণটি বিশেষভাবে তৈরি করা হয়েছে বর্তমান প্রজন্মের অর্থাৎ জেন জেড (Gen Z) তরুণদের চিন্তাধারা, কৌতূহল ও তথ্য-অনুসন্ধানের নতুন মানসিকতাকে মাথায় রেখে।
তিনি আরও বলেন, জেন জেড (Gen Z) বলতে আমরা সেই প্রজন্মকে বুঝি যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মেছে। এই প্রজন্ম বেড়ে উঠেছে ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল জগৎকে কেন্দ্র করে। তাদের ন্যায়বোধ, যুক্তি তর্ক এবং জ্ঞানার্জনের নতুন ধরন অনুযায়ী বইটির তথ্যপ্রবাহ সন্নিবেশিত হয়েছে।
অনুষ্ঠানের পরে আয়োজিত আলোচনা পর্বে শ্রী দেবনাথ তরুণ অংশগ্রহণকারীদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয়, স্থানীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি সম্পর্কে অবগত থাকার প্রয়োজনীয়তা, এবং আসন্ন ত্রিপুরা ইনফো-র মেগা কুইজ নিয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর ২০২৫ তারিখে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নং–১-এ অনুষ্ঠিত হবে এই জনপ্রিয় মেগা কুইজ প্রতিযোগিতা।
তরুণ-তরুণীরা জানান, এবারের মেগা ক্যুইজে স্কুল শিক্ষার্থীদের জন্য আলাদা কুইজ রাউন্ডের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, এটি নতুন প্রজন্মের মধ্যে কৌতূহল ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।
প্রসঙ্গত, গত পনেরো বছর ধরে ত্রিপুরাইনফো কুইজ, জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স বইটি ত্রিপুরার ছাত্রছাত্রী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের অন্যতম বিশ্বস্ত 'এক্সাম-গাইড'। ২০২৬ সংস্করণটি সম্পাদনা করেছেন সাংবাদিক শ্রী জয়ন্ত দেবনাথ।
বইটির উপদেষ্টা ও সহযোগীদের মধ্যে রয়েছেন বর্ষীযান সাংবাদিক ও ত্রিপুরা ইনফো-র মুখ্য সম্পাদক শ্রী শেখর দত্ত ও স্কুল অব সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য।
বইটিতে ত্রিপুরা সহ জাতীয়, আন্তর্জাতিক সমসাময়িক তথ্য, সাধারণ জ্ঞান, সরকারি নীতি, সমাজ, অর্থনীতি সহ নানাবিধ বিষয়ে আপডেট তথ্য সংযোজিত হয়েছে।
এই বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ২০০৭ সালের ১ অক্টোবর। এবারে প্রকাশিত হলো এর ১৬তম সংস্করণ। বইটির মূল্য ৫০০ টাকা, এবং এটি পাওয়া যাচ্ছে ত্রিপুরা ইনফো-র লিচুবাগান (এয়ারপোর্ট রোড) ও পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা অফিসে।
আরও পড়ুন...