Hare to Whatsapp
ত্রিপুরা স্টেট রাইফেলস-এ চাকরির পরীক্ষা দেয়া যাবে ককবরকে
By Our Correspondent
আগরতলা, জুলাই ৮, : ত্রিপুরার দু’টি সরকারী ভাষার একটি ককবরক। ত্রিপুরা স্টেট রাইফেলসে চাকরির জন্য পরীক্ষা দিতে প্রশ্নপত্রে এবার উত্তর লেখা যাবে ককবরক ভাষাতেও। এখন বাংলা, ইংরেজি, এবং হিন্দিতে পরীক্ষা দেওয়া যায়।
মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায়ায় যারা থাকেন তারা আগরতলায় এলে অল্প টাকায় যাতে থাকতে পারেন তার জন্য একটি আবাস গড়া হবে। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের পাশে পরিষদের পুরানো কাউন্সিল ভবন এলাকায় হবে এই আবাস।
আগেও অবশ্য এমন থাকার জায়গা করা হয়েছে, যেমন খোয়াইয় শহরে উপজাতি অংশের জন্য এমন একটি আবাস করা হয়েছে। এডিসি-র দশ কোটি অব্যায়িত টাকা দিয়ে এই কাজ করা হবে।