Hare to Whatsapp
ডিওয়াইএফআই নেতৃত্বের উপর বিজেপি- দুষ্ট বাহিনীর হামলার অভিযোগ
By Our Correspondent
আগরতলা, জুলাই ৭, : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির এক বিবৃতিতে আজ অভিযোগ করা হয়েছে যে, আজ দুপুর ১২ টা নাগাদ DYFI রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা তথা আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল বুল্টি বিশ্বাস সহ ডিওয়াইএফআই বাধারঘাট অঞ্চল কমিটির সম্পাদক ও সভাপতি বাধারঘাট অঞ্চলের শচীন্দ্রলাল এলাকার এক যুবনেতার অসুস্থ বৃদ্ধ বাবাকে দেখতে যায়। যুব নেতৃত্ব ওই বাড়িতে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ৪০ থেকে ৪৫ জনের বিজেপি দুষ্কৃতীদের একটি বাহিনী ওই বাড়ীটিতে যায়। প্রায় আড়াই ঘণ্টা তারা বাড়ীটি ঘেরাও করে রেখে ডিওয়াইএফআই- এর নেতাদের আটকে রাখে। DYFI অঞ্চল সম্পাদক জীবন দাস এসময় ওই বাড়ী থেকে বের হতে চাইলে তার উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। তাদের আক্রমণে জীবন দাস মারাত্মকভাবে আহত হয়।
ডিওয়াইএফ আই-র তরফে বিজেপি দুষ্কৃতী বাহিনীর এই ধরনের আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। DYFI ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর বিবৃতিতে জানানো হয়েছে যে, এই ঘটনার সুনির্দিষ্টভাবে থানায় মামলা দায়ের করা হয়েছে। রাজ্য সম্পাদকমন্ডলী অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।