Hare to Whatsapp
স্বামী হিতকামানন্দ মহারাজকে বেলুড় মঠে নিয়ে যাওয়া হচ্ছে
By Our Correspondent
আগরতলা, জুলাই ৬, : রাজ্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রশাসনিক পরিকাঠামো পূ্নর্বিন্যাস করা হয়েছে। বিন্যস্ত পরিকাঠামো অনুযায়ী এখন থেকে ধলেশ্বর শাখা নুতন রাজ্য কেন্দ্র হয়েছে। এর আওতায় থাকছে শহরের পূর্বাঞ্চল, তেলিয়ামুড়া, খোয়াই, আমবাসা, কমলপুর, গন্ডাছড়া ও ছৈলেংটা।অন্যদিকে গাঙ্গাইল মিশন থাকছে বিবেকনগরের আওতায়।বিবেকনগরের অধীন থাকছে সিপাহীজলা, উদয়পুর, বিলোনিয়া, শান্তিরবাজার, সাব্রুম, বিলোনিয়া, অমরপুর।
এতদিন বিবেকনগরের আওতায় ছিল ধলেশ্বর শাখাও। কিন্তু ধলেশ্বর কেন্দ্র বৃহত্তর হওয়ায় বেলুড়মঠ এটিকে খোয়াই সহ অন্যান্য কেন্দ্র গুলিকে এক ছাতার নিচে নিয়ে এসেছে। এই বিন্যাসে অনুরাগীরা সন্তোষ প্রকাশ করেছেন।এদিকে, বেলুড় মঠ দুই কেন্দ্রের জন্য দুজন মহারাজ পাঠিয়েছেন। যারা এগুলো পরিচালনা করবেন। স্বামী হিতকামানন্দ মহারাজকে বেলুড় মঠে নিয়ে যাওয়া হয়েছে।