Hare to Whatsapp
রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে অনলাইন চিত্র প্রদর্শনীতে রাজ্যের একমাত্র শিশু শিল্পী অভিনব বণিকের চিত্র প্রদর্শিত
By Our Correspondent
আগরতলা, জুলাই ৫, : রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম আয়োজিত ছাত্র-ছাত্রীদের অনলাইন চিত্র প্রদর্শনীতে রাজ্যের কৃতি শিশুশিল্পী এবং রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র অভিনব বনিকের চিত্রকলা প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে দেশের বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত মোট ৪৩টি চিত্রে্র মধ্যে ত্রিপুরা থেক একমাত্র চিত্রশিল্পী হিসেবে অভিনব-র হাতে আঁকা একটি চিত্র মনোনীত করেছেন রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম কর্তৃপক্ষ। রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামের অন্যতম দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশাল কুমার মনোনয়নের বিষয়ে শিশুশিল্পীকে অবগত করে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামের ওয়েবসাইট "আরবিমিউজিয়াম ডট গভ ডট ইন/ এএসএসইটিএস/আইএমজি/পোর্টফোলিও-২৭ ডট জেপিজি" লিঙ্কে রাজ্যের শিশুশিল্পী অভিনব বণিকের চিত্রটি অনলাইন চিত্র প্রদর্শনীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। তাছাড়াও চিত্র প্রদর্শনীটি "আরবিমিউজিয়াম ডট গভ ডট ইন" ওয়েবসাইটের হোম পেইজের শুরুতে কোভিড বক্স ম্যাসেজে " ভ্যাকচুয়্যাল এক্সজিবিশন" লিঙ্কের মাধ্যমেও প্রদর্শনীটি উন্মুক্ত রয়েছে। শিশুশিল্পী অভিনব বণিকের সংশ্লিষ্ট সাফল্যের জন্য বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী বিদ্যামৃতানন্দজী মহারাজ, বিদ্যালয়ের সারদাদেবী চিত্রশালার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গোপীকানন্দ চট্টোপাধ্যায়, আগরতলা সরকারি চিত্রকলা মহাবিদ্যালয়ের শিক্ষক জয়দীপ ভট্টাচার্য প্রমুখরা ছাত্রশিল্পীকে অভিনন্দন ও আশীর্বাদ জানিয়েছেন।