রক্তদান ও রক্ত সংরক্ষণের সুবিধার জন্য রাজ্য সরকার একটি পোর্টাল চালুর উদ্যোগ নেবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২৬, : রক্তের কোনও ধর্ম, বর্ণ হয় না। সব মানুষের রক্তই এক। রক্তদানের সাথে অন্য কোনও দানের তুলনাও হয় না। রক্তদান করে অন্যের জীবন রক্ষা করার মধ্য দিয়ে নিজেও আত্মতৃপ্তি লাভ করা যায়। মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান, বস্ত্রদান ও শিক্ষা সামগ্রী দান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মহারাজগঞ্জ বাজারে লালমাটিয়ায় ২৫ সেপ্টেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্ত সংরক্ষণ ও রক্তদানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার মধ্য দিয়েই স্বেচ্ছায় রক্তদান আরও বাড়ানো সম্ভব। স্বেচ্ছা রক্তদান কর্মসূচির মাধ্যমে অন্যরাও রক্তদানে উৎসাহিত হবে। রক্তদান ও রক্ত সংরক্ষণের সুবিধার জন্য রাজ্য সরকার একটি পোর্টাল চালুর উদ্যোগ নেবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ব্যাপক সংখ্যায় মানুষ প্রতিদিন মাছ খান। রাজ্য সরকার চেষ্টা করছে মাছ উৎপাদনে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে। এজন্য বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে মৎস্য দপ্তরের মাধ্যমে। বর্তমান সরকার রাজ্যবাসীর সহযোগিতার মধ্য দিয়ে সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগরতলা স্মার্ট সিটি হচ্ছে। তার সাথে সামঞ্জস্য বজায় রেখে বিভিন্ন বাজারগুলিকে অত্যাধুনিক রূপ দেওয়া হচ্ছে। মহারাজগঞ্জ বাজারের উন্নয়নের জন্যও রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ৩৪ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মাছের বাজার তৈরি করা হবে। স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করায় তিনি উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, মানবিক কাজের মধ্য দিয়েই শক্তিশালী উন্নত সমাজ গঠন করা সম্ভব। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্য সরকার সমস্ত ক্ষেত্রে উন্নয়নের মধ্য দিয়ে রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার কাজ করছে। মুখ্যমন্ত্রী এবং অতিথিগণ রক্তদাতাদের উৎসাহিত করেন। মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে বস্ত্র এবং ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান কর্পোরেটর রত্না দত্ত। সভাপতিত্ব করেন মহারাজগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সুধীর দাস। উপস্থিত ছিলেন মহারাজগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক ভবতোষ দাস প্রমুখ।
আরও পড়ুন...