Hare to Whatsapp
লকডাউন অমান্য করার অজুহাতে রাজধানীতে বেআইনী ভাবে কংগ্রেস নেতাকে আটকের অড়িযোগ
By Our Correspondent
আগরতলা, জুলাই ৫, : সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী নারায়ণ দত্তকে আজ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে বিনা কারণে সদর SDPO এরেস্ট করে পশ্চিম থানায় তুলে নিয়ে যায় বলে কংগ্রেস - এর তরফে অভিযোগ করা হয়েছে।
পুলিশের এহেন আচরণের জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এর সহ সভাপতি সুবল ভৌমিক ও NSUI - এর সহ সভাপতি ছাত্রনেতা সম্রাট রায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
কংগ্রেস নেতা সুবল ভৌমিক হুশিয়ারি দিয়ে বলেন যে BJP -র দলদাস সদর SDPO এর বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে কংগ্রেস ব্যপক আন্দোলন গড়ে তোলবে।দ
তিনি এই প্রসঙ্গে বলেতে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এবং পুলিশকে নীরপেক্ষ হয়ে কাজ করার অনুরোধ জানান।
কংগ্রেস নেতা সুবল ভৌমিক এই ঘটনার নিন্দা করে আরও বলেন, সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি নারায়ন দত্তকে বিনা কারণে আজ সকালে লকডাউন চলাকালীন রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে বুথ অফিস থেকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং হেনস্থা করা হয়েছে। পরে বাধ্য হয়ে কয়েক ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। এই ঘটনাব তীব্র নিন্দা ও ধীক্কার জানিয়ে তিনি দোষী পুলিশ আধিকারিকের কঠোর শাস্তি দাবি করেছেন।