অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিজয়ের ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে : মুখ্যমন্ত্ৰী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২০, : জঙ্গিবাদ দমনে অপারেশন সিন্দুরের সাফল্য, ত্রিপুরার পর্বতারোহী অরিত্র রায় এভারেস্ট শৃঙ্গ জয় করায় এবং রাকেশ শর্মার পর ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা মহাকাশে পাড়ি দেওয়ায় পৃথক পৃথকভাবে রাজ্য বিধানসভায় ১৯ সেপ্টেম্বর তাদের অভিনন্দন জানানো হয়েছে। তিনটি পৃথক অভিনন্দনসূচক প্রস্তাব ১৯ সেপ্টেম্বর বিধানসভায় গৃহীত হয়েছে।
জঙ্গিবাদ দমনে অপারেশন সিন্দুরের সাফল্যে অভিনন্দনসূচক প্রস্তাবটি পেশ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। প্রস্তাবটি পেশ করে মুখ্যমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুর অভিযানের মাধ্যমে ভারত শুধু কাশ্মীর উপত্যকার মানবতাবিরোধী গণহত্যাকান্ডের উপযুক্ত জবাবই দেয়নি, গোটা বিশ্বকে জানিয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত সর্বদা সতর্ক, শক্তিশালী এবং প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রুর ঘাঁটিতে সরাসরি আঘাত হানতেও ভারত দ্বিধা করে না। মুখ্যমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুর নিঃসন্দেহে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিজয়ের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে স্থান করে নিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় নেতৃত্ব ও সুপরিকল্পিত পদক্ষেপের ফলে অর্জিত এই গৌরবজ্জ্বল বিজয়ের জন্য রাজ্য বিধানসভা প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার প্রধান সহ বি.এস.এফ.-এর প্রধান এবং মাতৃভূমিকে সুরক্ষিত রাখার শপথ নেওয়া সকল বীর জওয়ানদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছে।
এভারেস্ট জয় করায় রাজ্যের যুবক অরিত্র রায়কে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পেশ করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি বলেন, এ বছরের ১৯ মে এভারেস্ট শৃঙ্গ জয় করে অরিত্র রায় ত্রিপুরাবাসীর মাথা উঁচু করেছেন। অরিত্র সমগ্র রাজ্যের গৌরব। তার সাফল্য যুব সমাজকে উদ্বুদ্ধ করবে বলে ক্রীড়ামন্ত্রী আশা প্রকাশ করেছেন।
ভারতীয় বিমানবাহিনীর শুভাংশু শুক্লা মহাকাশে পাড়ি দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পেশ করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, শুভাংশুর সাফল্যে সমগ্র ভারতবাসী গর্বিত।
আরও পড়ুন...