Hare to Whatsapp
টিএসজেসি রাজ্যের চার খেলোয়ারকে আর্থিক অনুদান সহ ক্লাবের সকল সদস্যদের মাস্ক, সেনিটাইজার, হেলথ কার্ড প্রদান করলো
By Our Correspondent
আগরতলা, জুলাই ২, : আগরতলা, ২ জুলাই।। সারা বিশ্ব তথা সারা দেশের সঙ্গে এ রাজ্যেও টিএসজেসির উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত হয়েছে। বেশ ক'দিন ধরেই, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাব। রাজ্যের ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া অধিকর্তা, ক্রীড়া পর্ষদ সচিব সহ দশ জন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সম্পাদক সুপ্রভাত দেবনাথ, সহ-সম্পাদক অনির্বাণ দেব, কার্যকরী সদস্য বিপ্লব চন্দ প্রমুখ সকাল থেকে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের বাড়িতে গিয়ে পুষ্পস্তবক ও শুভেচ্ছা স্মারক প্রদান করে অভিনন্দন জানান। ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব, ক্রীড়া অধিকর্তা শরদিন্দু চৌধুরী, ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষিত, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, আন্তর্জাতিক দাবাড়ু আর্শিয়া দাস, আন্তর্জাতিক জিমন্যাস্ট প্রিয়াঙ্কা দাশগুপ্ত, জাতীয় জিমন্যাস্ট অস্মিতা পাল, আন্তর্জাতিক কিক-বক্সার মুক্তা দেবনাথ, ভারত সেরা যোগাবিদ্ পূজা সাহা, ক্রীড়া সংগঠক এগিয়ে চলো সংঘ সহ প্রত্যেকেই ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য সহ সমস্ত স্তরের ক্রীড়া সাংবাদিকদের ধন্যবাদ জানান। এছাড়া, টিএসজেসি'র পক্ষ থেকে বুধবার রাজ্যের চারজন বিপন্ন খেলোয়াড় এবং ক্লাবের প্রাক্তন সচিব প্রয়াত বিশ্বজিৎ শর্মার পরিবারকে আর্থিক অনুদান সহ ক্লাবের সকল সদস্যদের মাস্ক, সেনিটাইজার, হেলথ কার্ড বন্টন করা হয়েছে।