Hare to Whatsapp
গত ১৫ বছরে অর্ধশত কোটি টাকা বহি:রাজ্য চলে গেছে: মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুলাই ২, : গত ১৫ বছরে অর্ধশত কোটি টাকা বহি:রাজ্য চলে গেছে। কারণ বহি:রাজ্য থেকে ত্রিপুরায় এসে ডাক্তাররা কাজ করতো। সে সময় যারা ক্ষমতায় ছিল তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি। কারণ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তাদের মধ্যে ছিল না। গতকাল রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মুখ্যমন্ত্রী বলেন আগে ত্রিপুরা থেকে বড় মাত্রায় রোগীরা বহি:রাজ্যে চলে যেত। এখন সেই পরিবেশ নেই। গত দুই বছরে ৩০ শতাংশ রোগী বহি:রাজ্যে গিয়ে চিকিৎসা করা ছেড়ে দিয়েছে। তারা ত্রিপুরাতেই চিকিৎসা করেছেন।