Hare to Whatsapp
জুলাই মাস ব্যাপী শহরের মানুষের মধ্যে ভিটামিন সি, আনারস, লেবু, জুস বিলি করা হবে সরকারী উদোগে: ঘোষনা মুখ্যমন্ত্রীর
By Our Correspondent
আগরতলা, জুলাই ১, : স্বাস্থ্যকর সমাজ যে কোনও রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের ভিত্তি। করোনাকে পরাজিত করার জন্য, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খুবই জরুরি। এজন্য ত্রিপুরা সরকার 'মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধক অভিযান' শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসাবে রাজ্য সরকার আগামী এক মাসের জন্য শহরাঞ্চলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
এই কর্মসূচির আওতায়, জুলাই মাসে ভিটামিন সি সমৃদ্ধ জুস এবং ফল, বিশেষভাবে শহুরে জনগণের মধ্যে আনারস এবং লেবু, স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে বিতরণ করা হবে। প্রতি শনিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা'র মধ্যে ২৫ টি নগর সংস্থা এবং মহকুমা শাসকের কার্যালয়ে তা বিতরণ করা হবে। ফলগুলি সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া হবে।
নিচের স্তর পর্যন্ত এই প্রক্রিয়া কার্যকরের উপর নজর রাখবে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের টিম। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।
মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে এখবর দিয়ে বলেছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, এই পদক্ষেপটি অবশ্যই সমাজের দুর্বল অংশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।