Hare to Whatsapp
বেতনের দাবীতে জিবি-র ইন্টার্ন ডাক্তাররা কাজ বন্ধ করে ফের আন্দোলন শুরু করলো
By Our Correspondent
আগরতলা, জুলাই ১, : দু'মাস ধরে বেতন পাচ্ছেন না জিবি হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা। বেতনের দাবিতে জুনিয়র ডাক্তাররা আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন।
ইন্টার্ন ডাক্তারদের দাবী, হাসপাতাল পরিচালনার জন্য সিনিয়রদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন জুনিয়র ডাক্তার হিসাবে। অথচ BJP-IPFT সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিয়মিতভাবে বেতন পাচ্ছে না ইন্টার্ন ডাক্তাররা। একটানা তিনমাস ধরে বেতন না পেয়ে, ২০১৮ সালের জুন মাসে একবার ইন্টার্ন ডাক্তাররা বাধ্য হয়েছিল জিবি মেডিকেল কলেজের সামনে ধর্নায় বসতে। ২০১৯ সালেও একটানা কয়েকমাস বেতন না পেয়ে জিবি হাসপাতালের ইন্টার্ন ডাক্তারা মেডিক্যাল সুপারিনটেন্ডেন্টের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিল। প্রতি বারই আন্দোলন শুরু হলে বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কয়েক মাস বেতন দিয়ে ফের বেতন বন্ধ করে দেওয়া হয়। তাই এবার তারা এর স্হায়ী সমাধান চেয়ে আন্দোলন শুরু করেছেন।