Hare to Whatsapp
জিবি-র মর্গে ময়না তদন্তের জন্য মোটা অংকের উৎকোচ দিতে হচ্ছে: অভিযোগ
By Our Correspondent
আগরতলা, জুলাই ১, : মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি-র মর্গের কর্মীদের ঘুষ দিতে হচ্ছে। হাসপাতালের সুপারের কাছে এমর্মে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ এ ধরনের চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে জিবি হাসপাতালের সুপার নিজেও রীতিমতো হতবাক৷
জানাগেছে, জিবি হাসপাতাল সুপার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অভিযোগকারীকে আশ্বস্ত করেছেন৷
ঘটনার বিবরণে জানাগেছে, উদয়পুরের চন্দ্রপুর এলাকার এক যুবককে জিবি হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে রাখা হয়৷ শনিবার মৃত যুবকের ময়নাতদন্ত হওয়ার কথা৷ সে অনুযায়ী মৃত যুবকের পরিবারের লোকজন হাসপাতালে মর্গে যান৷ মর্গের কর্তব্যরত কর্মীরা ময়নাতদন্তের জন্য রোগীর পরিবারের লোকজনদের কাছে ১০০০ টাকা উৎকোচ দাবি করে৷ টাকা মিটিয়ে না দিলে ময়নাতদন্ত করা হবে না বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়৷ শেষ পর্যন্ত বহু অনুনয়-বিননয় করে ৩০০ টাকা গুঁজে দিয়ে ময়নাতদন্তের কাজ শেষ করানো হয়৷ ঘটনা প্রত্যক্ষ করেছিল একজন বেসরকারি নিরাপত্তা কর্মী৷ সেই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে তাকে কাজ থেকে ছাঁটাই করতে বাধ্য করে৷ ঘটনাপ্রবাহ কে কেন্দ্র করে মৃতের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ নির্দোষ বেসরকারি নিরাপত্তা কর্মীকে পুনরায় কাজে বহাল করা এবং মর্গের কর্মীদের উৎকোচ গ্রহণ করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা৷