Hare to Whatsapp
প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই রাজ্য পুলিশ প্রশাসন ফের রাস্তায়, লকডাউন বিধি কঠোর ভাবে লাগুর উদ্যোগ
By Our Correspondent
আগরতলা, জুন ৩০, : প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই রাজ্য প্রশাসন ও পুলিশ সুরক্ষা বিধি লাগু করার জন্য ময়দানে নেমে পড়েছে।মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জনসাধারণকে সতর্ক করে দিচ্ছেন। তবে মাক্স ব্যবহারে গুরুত্ব আরোপ করা হচ্ছে।
মঙ্গলবার পাঁচটা থেকেই শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের শক্তিও বৃদ্ধি করা হয়েছে। পুলিশের সাথে প্রশাসনিক আধিকারিকরাও রয়েছেন। এরা অনেকটাই নাকাবন্দির ধাঁচে বাইক আরোহী, রিকশা চালক, টমটম, অটোরিকশা চালকদের সতর্ক করে দিচ্ছেন। অনেককে মাক্স না থাকায় ফাইন করেছেন। আবার মাক্সও দিয়ে দিচ্ছেন।
নাগেরজলা,বটতলা, ফায়ার সার্ভিস চৌমুহনী,জয়নগর,প্যারাডাইস চৌমুহনী, পোষ্ট অফিস চৌমুহনী মোটরষ্টান্ড এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।অনেককেই ফাইন করা হয়েছে।মাক্সবিহীনদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার করায় চলাচল কমে গেছে। তবে এই ধরনের অভিমান চলায় সাধারণ মানুষ খুশী। এই ধরনের অভিযান অব্যাহত থাকলে বস্তুত সাধারণ মানুষ উপকৃত হবেন। তবে এটা ঠিক নিয়মবিধি যথাযথ ভাবে পালন করা হচ্ছে না। এই কথাই আজ বলেছেন প্রধানমন্ত্রী। তবে নির্দিষ্ট কোন এলাকার কথা উল্লেখ করেননি প্রধানমন্ত্রী।