Hare to Whatsapp
নভেম্বর পর্যন্ত ৮০ কোটি পরিবারকে বিনামূল্যে রেশন দেয়া হবে: প্রধানমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুন ৩০, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অভিযোগ করেছেন আনলক- ১ এ সুরক্ষা বিধি অমান্য হয়েছে। সুরক্ষা বিধি মান্য করার জন্য প্রশাসনকে ব্যবস্হা নিতেই হবে। কন্টেনমেন্ট জোনেও কড়া নজর রাখতে হবে।প্রধানমন্ত্রী আজ বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী বলেন ৮০ কোটি গরীব কে সরকারী সাহায্য অব্যাহত রাখা হবে। নভেম্বর পর্যন্ত ৮০ কোটি পরিবারকে বিনামূল্যে রেশন দেয়া হবে। প্রতি পরিবারকে মাসে এক কেজি করে বিনামূল্যে ছোলা দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, গরীব কল্যান যোজনা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গরীব কল্যান যোজনায়।প্রত্যেক পরিবার এখন থেকে যেকোন রেশন থেকে এক রেশনকার্ড ব্যবহার করতে পারবেন।তবে প্রধানমন্ত্রী আজ বার বার বলেছেন লকডাউন যে ভাবে দেশবাসী পালন করেছে তা আনলক ১ তে হয়নি। প্রধানমন্ত্রী আজ তার সংক্ষিপ্ত ভাষনে বারবার নিয়মবিধি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।