২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন-২০২৪ উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ২১, ২০২৪: আগামী ২২ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। ২০ ডিসেম্বর সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই সংবাদ জানান। তিনি জানান, জাতিসংঘ ২০২৫ সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজ্য সফরকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিতব্য সমবায় সম্মেলন, ২০২৪ ছাড়াও উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্ল্যানারি অধিবেশনে সভাপতিত্ব করবেন।

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সমবায় সম্মেলন আরম্ভ হবে বেলা ২ টায়, মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা আসন থেকে নির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার,কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ড. আশিষ কুমার ভুটানী, রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা প্রমুখ। অনুষ্ঠানে সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উপস্থিত থাকবেন। সমবায় মন্ত্রী জানান, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পরিচালক মন্ডলীর সদস্য/সদস্যা, শীর্ষ সমবায়ের কর্মকর্তাগণ, কৃষি ভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তাগণ, সমবায় সমিতির বিভিন্নস্তরের কর্মচারি, সমবায় দপ্তর এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকগণ। সাংবাদিক সম্মেলনে সমবায় মন্ত্রী শ্রী নোয়াতিয়া আরও জানান, আসন্ন এই অনুষ্ঠান উপলক্ষ্যে কেন্দ্রীয় সমবায় মন্ত্রক এবং রাজ্যের সমবায় দপ্তর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সমবায় ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতাসমূহ তুলে ধরতে এবং জনসাধারণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সমবায়ের বিভিন্ন ক্ষেত্রে মোট ১৮টি স্টল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।অনুষ্ঠানে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড-র দেওয়া ভারত ব্রান্ড-এর মোবাইল ভ্যান এবং নাবার্ড-র দেওয়া রুরাল মার্ট - এর জন্য মোবাইল ভ্যান -এর সূচনা করবেন। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের পক্ষ থেকে ৫০টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এ.টি.এম. বিতরণ করা হবে। ভার্চুয়ালী উদয়পুরের ছনবন এলাকায় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড (TSCCF) কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্পের উদ্বোধন করা হবে।ভার্চুয়ালী ধলাই জেলার হাদুকুলুক-স্থিত ব্লু পুনর্বাসন এলাকায় কতা ব্লু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কনজিউমার স্টোর এর উদ্বোধন করবেন স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। ভার্চুয়ালী মোহনপুর মহকুমার কাতলামারাস্থিত দলদলী ল্যাম্পসে সার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। ভার্চুয়ালী অরুন্ধতিনগরস্থিত ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের অন্তর্গত স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে।

এছাড়াও কেন্দ্রীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড (NCCF) এর মিনি ডাল বীজ বিতরণ অনুষ্ঠানের সূচনা করবেন। রাজ্য সমবায় মন্ত্রী আরও জানান, ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবন-এর অনুষ্ঠানে ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকস ফেডারেশন লিমিটেড (NCOF) এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ডেভেলপমেন্ট এজেন্সি- র মধ্যে একটি মউ স্বাক্ষরিত হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সচিব তাপস রায়, সমবায় দপ্তরের আর সি এস দশরথ দেববর্মা।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.