Hare to Whatsapp
রক্তদান শিবিরে বাধা দানের কাজ অব্যাহত রেখেছে বিজেপি: অভিযোগ
By Our Correspondent
আগরতলা, জুন ২৮, : রক্তদানে এবার বাধা দান খোদ স্বাস্থ্য তথা স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব -এর নির্বাচনী ক্ষেত্র বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কলেজ টিলা এলাকায়।লাদাখে শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 28 (আঠাশ) জুন রবিবার চারটি বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে নেতাজী শিশু শিক্ষা স্কুলে রক্তদান শিবির করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী এক সপ্তাহ আগে স্কুল পাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র জমা দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত রক্তদান করার জন্য স্কুলের অনুমতি পাওয়া যায়নি। বাধ্য হয়েই ঐ এলাকায় এক শুভানুধ্যায়ীর বাড়িতে রক্তদান শিবির করার সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। সে মত পুলিশের অনুমতি নেওয়া হয়। কিন্ত শনিবার দুপুরের পর থেকে শাসকদলীয় এক বাইক বাহিনী এলাকায় ব্যাপক ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। যে বাড়িতে রক্তদান শিবির করার প্রস্তুতি গ্রহণ করা হয় সরাসরি তাদের বাড়িতে হুমকি দেওয়া হয়। এলাকার ছাত্র যুব নেতৃত্বদের নানাভাবে হুমকি দেওয়া হয়। স্পষ্ট ভাবে বাইক বাহিনী ঘোষণা করে এই এলাকায় রক্তদান শিবির করা যাবে না। দুপুরের পর থেকে এলাকায় নানাভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়।
চার বামপন্থী ছাত্রযুব সংগঠনের তরফে ডিওয়াই এফ আই - এর নবারুন দেব- এর অভিযোগ, শাসকদল ধারাবাহিক ভাবে রক্তদান শিবির- এর মত মহৎ সামাজিক কর্মসূচীতে সরাসরি আক্রমণে নেমেছে। যার থেকে স্পষ্ট এটা বিজেপি দলের রাজনৈতিক সিদ্ধান্ত। বিবৃতিতে এই বর্বোরোচিত, চূড়ান্ত অমানবিক কাজের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়।
বিজেপি-র রাজত্বে নিরাপত্তার অভাবে, সামাজিক ও মানবিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বাধ্য হয়েই রক্তদান শিবিরের স্থান পরিবর্তন করে ছাত্র-যুব ভবনে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
চার সংগঠনের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, যতই আক্রমণ আসুক মানুষের স্বার্থে, জীবন বাঁচানোর লড়াইয়ে সংগঠন এই মহৎ কাজ জারি রাখবে। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত অংশের মানুষের কাছে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষে বিনম্র আবেদন করা হয়েছে যারা ধারাবাহিকভাবে রক্তদানের মত মহৎ কাজে বাধা দান, আক্রমণ করে চলেছে তার বিরুদ্ধে সামাজিক ভাবেই প্রতিরোধ গড়ে তোলা হয়। চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষে নবারুন দেব এক বিবৃতিতে একথা জানান ।