Hare to Whatsapp
সি এস সি-র মাধ্যমে একদফা আনারস রপ্তানীর প্রচারই সার! চাহিদা নেই, বিপাকে আনারস চাষীরা
By Our Correspondent
আগরতলা, জুন ২৮, : ফলন ভালই হয়েছে, কিন্তু বাজারে চাহিদা নেই। লকডাউনের কারনে বাইরেও পাঠানো যাচ্ছনা। তাই ত্রিপুরার আনারস চাষীরা এবারও সমস্যায় পড়ে গেছেন।
জানাগেছে, তেলিয়ামুড়ায়ও আনারসের এবছর আনারসের ভাল ফলন হয়েছে। কিন্তু কেনার কেউ নেই। বিক্রি এবার লকডাউনের কারনে পরিস্থিতি অন্যরকম মন্দা।
জানাগেছে, এই অবস্থা সারা ত্রিপুরার চাষীদেরই। রাজ্যে করোনা পরিস্থিতিতে দফায় দফায় লকডাউন শেষ হয়ে বর্তমানে আনলক-১ চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিযুক্ত অনেকেই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে গেছেন। এক্ষেত্রে বাদ যায়নি ফল বিক্রেতা তথা আনারস বিক্রেতারাও।
জানাগেছে, অন্যান্য বছর ১ জোড়া আনারস ৪০ টাকা বিক্রি করে থাকলেও বর্তমান পরিস্থিতিতে আনারসের দাম অনেকটাই কম। চলতি বছরে তেলিয়ামুড়ায় এক জোড়া আনারস বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। এ ব্যাপারে আনারস বিক্রেতারা জানান আনারসের প্রচুর ফলন হয়েছে। তবে এবছর চাহিদা লকডাউনের কারনে তুলনামূলক অনেকটাই কম। তাদের এখানে আনারস কেনার সিএসসিও নেই।