Hare to Whatsapp
একদিনে এক কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৫০ কারবারী!
By Our Correspondent
আগরতলা, জুন ২৭, : ২৬ শে জুন মাদক বিরোধী দিবসে একদিনেই রাজ্যের নানা প্রান্তে অভিযান চালিয়ে পুলিশ এক কোটি টাকার মাদক ও নেশাপন্য উদ্ধার করেছে এবং ৫০ জনকে আটক করেছে।
শুধু একদিনে এক কোটি টাকা মূল্যের নেশাজাতীয় পন্যে উদ্ধার কম কথা নয়। এটা পুলিশের সাফল্য তো বটেই। কিন্তু এই সাফল্যের পাশাপাশি বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে, বা প্রশ্ন সঞ্চার হয়েছে।
১) এক দিনে এত বিপুল পরিমাণ নেশা জাতীয় পন্যের উদ্ধার কি ভাবে সম্ভব হল? ২) তাহলে মজুতের খবর পুলিশ ভালভাবেই জানত, তাও আগে ভাগেই। ৩) পুলিশ আগে ভাগে কেন অবৈধ মজুত বা তল্লাসীর বিরুদ্ধে অভিযান চালায় নি?
তাহলে তো বলা যেতেই পারে এই সব মজুত ভান্ডার থেকে নানা অঞ্চলে মাদক, নেশাজাতীয় পন্য সরবরাহ হত। একদিন বা দুদিন নয় দীর্ঘ দিন ধরে এই ব্যবসা চলছে।এই সব ঠেক গুলিকে কেন্দ্র করে অবধারিত ভাবে মাদক পাচারকারীদের ঠেক গড়ে উঠেছে। এদের মাধ্যমেই এসব অবৈধ পন্য নানা অঞ্চলে সরবরাহ করা হত দিন রাত সমানেই। এই পোর্টাল এ বহুবার এ সম্পর্কিত বেশ কিছু ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রকাশিত হয়েছে সংবাদ।নানা সময় প্রশাসনিক স্তরে ব্যবস্হা বা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এমন কোন সাফল্য এসেছে বলে সংবাদে দেখা যায়নি।
শুক্রবারের পুলিশী অভিযান অবশ্যই প্রশংসা যোগ্য। কিন্তু রাজধানীর বুকে আনাচে কানাচে যেভাবে নানা ধরনের ড্রাগ মুড়িমুড়কির মত বিকোচ্ছে এ সবের বিরুদ্ধে কিন্তু কোন ব্যবস্হা নেই। অন্তত মাদকবিরোধী দিবসে। সবার আগে কিন্তু এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি। এসব খোঁজে পাওয়া বা চক্রকে খোঁজে পাওয়া পুলিশের পক্ষে কঠিন নয়। কেননা গোটা রাজধানী এখন সিসিটিভি কভারেজের আওতায়। সকাল, সন্ধ্যায়, বিকালে এই মাদক ব্যবস্যা বেশ জমাটি ভাবেই চলে। তাই পুলিশ একটু কঠোর ভাবে এসবের বিরুদ্ধে অভিযান চালাক এটাই সবাই চাইছেন।