Hare to Whatsapp
লকডাউনের মতো পরিস্থিতিতেও যাতে কোন কিছুর অভাব না হয় সবার বাড়ীতেই ১০ টি ব্যবস্থা করে দেবে সরকার : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুন ২৭, : কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীর জন্য আরও একটি যোজনা ঘোষণা করবেন বলে গতকাল তার সামাজিক মাধ্যমে ঘোষনা করেছেন।
ঘোষিত স্কিমটি কী? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রত্যেক পরিবারের জন্য প্যাকেজটি তৈরি হবে। যাতে করে করোনার মতো কোনো ভয়ঙ্কর রোগ বা মহামারী আসলে আমরা যদি ঘর বন্দী হয়ে যাই তখন যাতে আমাদের বাড়িতেই খাদ্যের ব্যবস্থা থাকে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কমপক্ষে ১০ টি ব্যবস্থা যেন সবার বাড়িতে থাকে তার জন্য রাজ্য সরকার সার্ভে শুরু করেছে। এগুলির মধ্যে সবার বাড়িতে একটি গাই পালনের জন্য রাজ্য সরকার ভর্তুকি সহ ঋন প্রদান করবে। বাড়িতে কমপক্ষে দুটি ছাগল পালন করতে সরকার সাহায্য করবে। সবার বাড়িতে চার পাঁচটি মুরগি ও হাঁস পালন করার ব্যবস্থা করবে সরকার।
তাছাড়া, আপনার বাড়িতে সব্জির ন্যূনতম যোগানের জন্য ক্ষেত করার ব্যবস্থা এবং কমপক্ষে একটি ফলের গাছ লাগানোর ব্যবস্থা করা হবে।
এছাড়াও আপনার বাড়িতে চাষ ও ছোট পুকুরে মাছ চাষ করার জন্য সাহায্য করবে সরকার। আর যদি আপনার কাছে পাট্টা বা জমি থাকে তার মধ্যে কোন ফসল লাগাতে হবে সেটাও করে দেবে সরকার। যাতে করে আপনার ফসল উৎপাদন তিন থেকে চার গুণ বেশি হয়।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিন বছরে ৫০ হাজার হেক্টর ধানের জমির মধ্যে ভুট্টা চাষ করা হবে।