Hare to Whatsapp
দেশপ্রেম দিবস উদযাপন ও নাগরিক সুরক্ষা মঞ্চের সমাবেশ
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২৩, : আজ ২৩ শে জানুয়ারি দুপুর ২ ঘটিকায় দশদা দুর্গা রিয়াং পাড়া দ্বাদশ মান বিদ্যালয় মাঠে নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে সমাবেশ করা হয় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান বক্তা চন্দন চ্যাটার্জী (সর্বভারতীয় সভাপতি সারা বাঙালি যুব-ছাত্র সংস্থা) । বিশেষ বক্তা চন্দন দে এডভোকেট( সভাপতি রাষ্ট্রীয় সাত কথা সমাজ ) আগরতলা সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৌশিক মাইতি( বাংলা পক্ষ কলকাতা) এই সমাবেশে সভাপতির আসন গ্রহণ করেন রঞ্জিত নাথ সিনিয়র সিটিজেন হিসেবে বাঙালি সমাজ থেকে উপস্থিত ছিলেন বিনোদ বিহারী পাল ও দিব্যেন্দু দেবনাথ প্রধান বক্তা বলেন রাজ্য সরকারের উপর করার নির্দেশ মিজোরাম থেকে আগত উদ্বাস্তুদের মিজোরাম ফিরিয়ে দেওয়া জন্য নাগরিক সুরক্ষা মঞ্চের 11 দফা দাবির উপর জোর দেন দাবি পূরণ না হলে আগরতলা ঘেরাও করবেন ও বিধানসভা ঘেরাও করবেন আইন-শৃংখলার মাধ্যমে আজকের এই সমাবেশ সারা ভারতবর্ষের ছড়িয়ে পড়ে বাঙ্গালী ভাইদের একতাবদ্ধ থাকার জন্য অনুরোধ রাখেন ।