Hare to Whatsapp
রাজ্যে অপরাধের ঘটনা কমেছে: রতনলাল নাথ
By Our Correspondent
আগরতলা, জুন ২৬, : রাজ্যে খুনের ঘটনা কমছে।আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতির উন্নতি ঘটছে।শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন আইনমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেছেন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর গার্হস্থ্য হিংসার ঘটনাও কমেছে।পন জনিত কারণে বধূ হত্যার ঘটনা কিংবা অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও কমেছে। কমেছে ধর্ষণের ঘটনাঝ। শিক্ষামন্ত্রীর মতে, আগের সরকারের আমলে সব ধরনের অপরাধের ঘটনা বেড়ে গিয়েছিল।সাংবাদিক সম্মেলনে এই দাবি করে শিক্ষা তথা আইনমন্ত্রী রতন লাল নাথ আজ স্বরাষ্ট্র দফতরের তথ্য তুলে ধরে আরো জানিয়েছেন, ২০১৭ সালে ধর্ষণের ঘটনা ঘটেছিল ১৮০ টি। ২০১৮ সালে ধর্ষণের ঘটনা ঘটেছিল ১৭১টি। এবং ২০১৯ সালে ১৭৪ টি ধর্ষণের ঘটনা ঘটেছিল।রতনলাল নাথ- এর দাবী অনুযায়ী, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাদক সংক্রান্ত মামলা গ্রহণ রেকর্ড সংখ্যক হারে বেড়েছে। এদিন করোনা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সারাদেশের মধ্যে রিকভারি রেট -এর ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।