Hare to Whatsapp
ইঞ্জিনিয়ারিং-এ তিনটি ডিগ্রি কোর্সে এম টেক-এর অনুমোদন
By Our Correspondent
আগরতলা, ২৫ , : ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি (টিআইটি)- তে তিনটি ডিগ্রি কোর্সে (স্পেশালাইজেশ) এম টেক-এর জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এ আই সি টি ই) থেকে আজ অনুমোদন পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান টি আই টি-তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্সের স্পেশালাইজেশন হিসাবে ডাটা সাইন্সের-এর জন্য, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্সের জন্য স্পেশালিজেশন হিসখবে বি এল এস আই এন্ড থার্মাল ইঞ্জিনিয়ারিং -এর জন্য আজ অনুমোদন পাওয়া গেছে । প্রতিটি বিষয়ই 18 জন করে পড়াশোনা করতে পারবেন।