Hare to Whatsapp
২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাব ক্রীড়া মন্ত্রী সহ দশ জন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে শুভেচ্ছা স্মারক প্রদান করবে
By Our Correspondent
আগরতলা, ২৫ , : আগামী ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এই উপলক্ষ্যে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাব এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐদিনটি উদযাপনের উদ্যোগ নিয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যে বুধবার ক্লাবের কার্যকরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতি সরযূ চক্রবর্তীর পৌরহিত্যে ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালনের বিষয়ে সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। প্রাথমিক পর্যায়ে ক্লাবের সকল সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার ফ্যামিলি প্যাক সঙ্গে ইনস্ট্যান্ট ডায়াগনোস্টিক সার্ভিসেস প্রদত্ত হেলথ কার্ড প্রদান করা হয়েছে। এ কাজে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন, প্রগতি প্লে সেন্টার সহ যাঁরা সহযোগিতায় এগিয়ে এসেছেন, তাদের প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষ্যে, চারজন বিপন্ন খেলোয়াড় এবং প্রয়াত প্রাক্তন ক্লাব সচিব বিশ্বজিৎ শর্মার পরিবারসহ মোট পাঁচটি পরিবারকে আর্থিক অনুদান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে। এছাড়া, রাজ্যের ক্রীড়া মন্ত্রী, ক্রীড়া অধিকর্তা, ক্রীড়া পর্ষদ সচিব সহ দশ জন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন ছাড়াও এদিনের কার্যকরি কমিটির সভায় ক্লাবের নতুন সদস্য পদ নিয়ে গঠনমূলক আলোচনা হয়।