২০২৭ সালের মার্চ মাসের মধ্যে বর্তমানে চলা উন্নয়নমূলক কাজ শেষ করতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২, : রাজ্যের যেসকল উন্নয়নমূলক কাজ বর্তমানে চলছে তা আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রতিটি কাজের গুণগত মান বজায় রাখার জন্য সময় সময় পরিদর্শন একান্ত প্রয়োজনীয়। ১লা সেপ্টেম্বর সচিবালয়ে ২ নং কনফারেন্স হলে আয়োজিত এক সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। সভায় রাজ্যের চলতি বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজকর্মের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজকর্মগুলি করার ক্ষেত্রে কাজের গতি বাড়ানো প্রয়োজন। শ্রমিকের অভাবে যাতে কাজ বন্ধ কিংবা ধীরগতিতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শহরে নতুনভাবে নির্মিত বিভিন্ন ফুটপাথগুলি পুনরায় যাতে দখল না হয় সেদিকেও কর্তৃপক্ষকে কঠোর দৃষ্টি রাখা প্রয়োজন। সভায় মুখ্যমন্ত্রী আগরতলায় প্রস্তাবিত নতুন ফ্লাইওভার নির্মাণ, শহরের বিভিন্ন রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণ, ইউনিটি মল নির্মাণ, এজিএমসি এবং জিবিপি হাসপাতালে ২০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপ, ডেন্টাল কলেজের পরিকাঠামো নির্মাণের বর্তমান অবস্থা বিষয়ে অবগত হন। তাছাড়াও সিপাহীজলা জেলায় ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ অ্যাডিক্টেড নির্মাণ, প্রত্যেকটি জেলায় ৫০ শয্যা বিশিষ্ট ড্রাগ-ডি অ্যাডিকশন সেন্টার নির্মাণ সহ পূর্ত দপ্তরের ৯টি বিভিন্ন প্রকল্প, হাউজিং বোর্ডের দুটি প্রকল্প, টুডা ও স্মার্ট সিটি মিশন বিভিন্ন প্রকল্পের কাজ বিষয়ে অবগত হন।

সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, নির্দিষ্ট সময় এবং গুণগত মান বজায় রেখে সবগুলি কাজ করা দরকার। সময়ের কাজ সময়ে শেষ হলে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা যেমন সচল থাকবে তেমনি পরবর্তীতে রাজ্যে নতুন প্রকল্প রূপায়ণের কাজও সহজতর হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, স্মার্ট সিটি মিশনের সিইও ডা. শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন দপ্তরের অধিকর্তাগণ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.