Hare to Whatsapp
ফের একবার চিকিৎসা গাফিলতিতে এক শিশু কন্যার মৃত্যু জি বি হাসপাতালে
By Our Correspondent
আগরতলা, ২৫ , : ফের একবার চিকিৎসা গাফিলতিতে মৃত্যু এক শিশু কন্যার। এনিয়ে গতকাল রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে জি বি হাসপাতাল চত্বরে। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা সম্পর্কে হাসপাতাল ও মৃতার পরিবার সূত্রে জানাগেছে, পেঁচারথল এলাকার বাসিন্দা ঝন্টু দেবের সাত বছরের কন্যা মেন্ডেলা দেব দীর্ঘ দিন ধরে অসুস্থ। একই সাথে তার পায়ের হাঁটুতে ছিল প্রচন্ড ব্যাথা। এই ব্যাথা উপশমের জন্য তারা বাবা ঝন্টু দেব শিলচর সহ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায় তার মেয়ে মেন্ডেলাকে। কিন্তু কোনো কাজ হয় নি। বাবার বক্তব্য মাঝে মধ্যে ব্যথা কিছু কম থাকলেও বছর খানেক ধরে তা মাত্রাতিরিক্ত আকার নেয়। এনিয়ে আগরতলা জি বি হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেন। দেখানো হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের। কিন্তু কাজ হয়নি। এরমধ্যে গত ২০ দিন আগে মেন্ডেলার পায়ের ব্যথা মাত্রাতিরিক্ত আকার ধারণ করে। বাবা ঝন্টু দেবে মেয়েকে স্থানীয় হাসপতালে নিয়ে গেলে তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়।
গত ২০ দিন ধরে জিবি হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি ছিল। চিকিৎসকের বক্তব্য পায়ের ব্যথা কমলেই অস্ত্র পচার করা হবে। সিদ্ধান্ত হয় মঙ্গলবার পায়ের অস্ত্র পচার করা হবে। সেই মোতাবেক মঙ্গলবার বিকেল নাগাদ মেন্ডেলার পায়ের অস্ত্র পচার হয়। পরিবারের বক্তব্য অস্ত্র পচারের পর মা বাবার সাথে কথা বলে মেন্ডেলা। বুধবার সকাল নাগাদও সুস্থ ছিল এই শিশু কন্যা। এমনকি দুপুর নাগাদ ভাতও খায় সে। কিন্তু আচমকা সে অসুস্থ্য হয়ে পড়ে সে। শুরু হয় দৌড় ঝাঁপ। দেখতে দেখতে মৃত্যুর কোলে ঢলে পরে মেন্ডেলা। এই জায়গায় পরিবারে অভিযোগ গতকাল অর্থাৎ অস্ত্র পচারের পর থেকে কোনো চিকিৎসক কিংবা কর্তব্যরত নার্স ঠিক করে তাকে দেখতে আসেনি। পায়ের যন্ত্রনা সম্পর্কে বার কয়েক চিকিৎসককে বলা হলেও কিছু হবে না বলে পরিবারের কথা উরিয়ে দেন। অবশেষে তাদের গাফিলতিতে মৃত্যু হয় শিশু কন্যাটির।
এদিকে শিশু কন্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছুটে যায় পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবারের অভিযোগ চিকিৎসকের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে শিশুকন্যা ম্যান্ডেলার।