Hare to Whatsapp
করোনা বধের ঔষুধ প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রের কোপে পড়ল পতঞ্জলি, আপাতত ঔষুধের সমস্ত প্রচার বন্ধ রাখার নির্দেশ
By Our Correspondent
আগরতলা, জুন ২৪, : মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে করোনা বধের ঔষুধ বাজারে আনার কথা ঘোষণা করেছিলেন বাবা রামদেব। কিন্তু ঔষুধ প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রের কোপে পড়ল পতঞ্জলি। আপাতত ঔষুধের সমস্ত প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল যোগগুরুর সংস্থাকে।
এদিকে পতঞ্জলির তরফে জানানো হয়, COVID-19 রোধে প্রথম আয়ুর্বেদিক ঔষুধ তৈরি করে ফেলেছে তারা। ‘করোনিল ও শ্বাসরি’ নামের দুটি ঔষুধ কোভিড রোগীদের উপর পরীক্ষা করেও দেখা হয়েছে। এই ঔষুধ প্রয়োগে সুস্থতার পরিমাণ ১০০ শতাংশ বলে জানায় কোম্পানি।
বাবা রামদেব আরও দাবি করেন, দীর্ঘ গবেষণার পরই এই ঔষুধ তৈরি করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই করোনা রোগীর উপর পরীক্ষা করে দেখা হয়েছে ঔষুধটি। যার প্রমাণও তাঁদের কাছে আছে। তিন থেকে সাতদিনের মধ্যেই ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠবেন করোনা আক্রান্ত। কিন্তু পতঞ্জলির মুখের কথা মেনে নিতে রাজি নয় আয়ুশ মন্ত্রক। ঔষুধ পরীক্ষা করে দেখা হবে বলে তারা জানান ।