Hare to Whatsapp
রাজধানী আগরতলা, তেলিয়ামড়া, উদয়পুর সহ বহু জায়গায় বিকল ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল!
By Our Correspondent
আগরতলা, জুন ২৩, : রাজধানী আগরতলা, উদয়পুর ও তেলিয়ামুড়া শহরের বেশকিছু ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আজ বেশ কিছুদিন ধরেই বিকল হয়ে রয়েছে।
দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকলেও এগুলির মেরামতি করা যাচ্ছেনা। কারন বাইরের যে কোম্পানিকে কাজটি দেওয়া হয়েছে তাদের কোন ইন্জিনীয়ার এখানে নেই। লকডাউনের কারনে নাকি আসতে পারছেনা। উদয়পুর ও তেলিয়ামুড়ার ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল ঠিক না হওয়ারও নাকি একই কারন। স্হানীয় ভাবেও তারা সারাইয়ের কোন ব্যবস্থা রাখেনি।
জানাগেছে, প্রথম দফার লকডাউনের আগে থেকেই বিকল হয়ে পড়ে রয়েছে তেলিয়ামুড়া ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল। এই ঘটনা খোদ নিজের মুখেই মিডিয়ার কাছে স্বীকার করেছেন তেলিয়ামুড়া ট্রাফিক ডি.এস.পি সোনা চরণ জমাতিয়া ।
তিনি বলেন, এই ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল গুলো যিনি মেরামত করেন তিনি কলকাতায় রয়েছেন। উনার সাথে যোগাযোগ করা হয়েছে। উনি জানিয়েছেন, চলতি মাসের ২৬ তারিখ তিনি ত্রিপুরায় আসবেন। আর তার পরই ঠিক হবে এই ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল।
জানাগেছে, আগরতলা ও উদয়পূরের ট্রাফিক ব্যবস্থা সিগন্যাল বিকল থাকার কারনে যান চালকদের প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হয়।