Hare to Whatsapp
দক্ষিন জোলাইবাড়ীর শিক্ষকের নামে লকডাউনে সরকারী রেশন সুবিধা!
By Our Correspondent
আগরতলা, জুন ২২, : দক্ষিন জোলাইবাড়ীর বাসিন্দা দেবপ্রসাদ বিশ্বাস ওরফে গোবিন্দ লকডাউন চলাকালিন সময়ে সরকারী সুবিধা হিসাবে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন।
জানাগেছে, দেবপ্রসাদ বিশ্বাস পেশায় একজন শিক্ষক এবং তিনি এ.পি.এল কার্ডের অন্তভূক্ত। উনার এই রেশসামগ্রীর ব্যাপারে দক্ষিন জোলাইবাড়ী ২নং রেশনসোপে জানতে চাইলে সেখান কর্মরত রেশন ডিলার মিডিয়ার সামনে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান যে দেবপ্রসাদ বিশ্বাস একজন শিক্ষক। প্রসাশনিকভাবে লিষ্ট আসার কারনে বাধ্যতামূলক ভাবেই উনাকে বিনামূল্যে চাল দিয়েছে রেশন ডিলার। এলাকায় লোক মুখে গুঞ্জন এটা কিভাবে হল? এই নিয়ে মহকুমা প্রসাশনের ভূমিকা নিয়েও প্রশ্ন জাগছে।
মহকুমা প্রসাশনের খাদ্যদপ্তর সঠিকভাবে যাচাই করা ছাড়াই নেতৃত্বদের সুপারিশক্রমে এইভাবে অন্যায়কে সমর্থন করেছেন। যারফলে প্রকৃত ভাবে যারা রেশন সামগ্রী পাবারকথা তারা বঞ্চিত রয়েগেছে। আর সরকারী সুযোগ সুবিধাগুলি ভোগ করছে বৃত্তশালী লোকজনেরা ।