Hare to Whatsapp
বর্তমান সময়ে শরীর ও মনকে সুস্থ রাখতে প্রয়োজন নিয়মিত যোগাভ্যাস: মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুন ২১, : বিশ্বব্যাপী করোনা মহামারির সঙ্গে লড়াই করতে হলে আমাদের সুস্থ সবল থাকা আবশ্যক। আর তার জন্য চাই প্রতিনিয়ত যোগাভ্যাস। রবিবার আন্তর্জাতীক যোগা দিবস উপলক্ষ্যে একথা বলেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব । আগেই তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান রেখেছিলেন, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সবাই যাতে সামাজিক দূরত্ব অনুসরণ করে এই দিনটি পালন করেন । একই সাথে সবাইকে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে যোগাভ্যাস করারও আবেদন রাখেন তিনি। তাই মুখ্যমন্ত্রী এদিন আন্তর্জাতীক যোগা দিবস উদযাপন করলেন নিজের সরকারি আবাসে পরিবারের সবার সাথে দীর্ঘক্ষণ প্রাণায়াম যোগা করে। পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী দেশবাসীর উদ্দেশ্যে আপিল করেছিলেন প্রত্যেকে যেন নিজ নিজ বাড়িতেই পরিবারের সঙ্গে যোগাভ্যাস করেন ।তাই এবছর তিনি পরিবারকে সঙ্গে নিয়ে নিজের সরকারি আবাসেই যোগাভ্যাস করে দিনটি উদযাপন করলেন। একই সাথে সবাইকে নিয়মিত যোগার অনুশীলন করার আবেদন রাখেন।
মুখ্যমন্ত্রী আগেই সবার প্রতি আবেদন রেখেছিলেন , এবছর আন্তর্জাতীক যোগা দিবস উপলক্ষ্যে সবাই যেন নিজ বাড়িতেই যোগাভ্যাস করেন এবং সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন । যারাই মুখ্যমন্ত্রীর এই আবেদনে সারা দিয়ে সামাজিক মাধ্যমে যোগার ছবি শেয়ার করেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি। এতে নিজের খুশি ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র এই একটি দিনই নয় বরং প্রতিদিনই যাতে শরীর ও মনকে সুস্থ রাখতে সবাই যোগাভ্যাস করেন।