Hare to Whatsapp
বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ এবং মুখ্যমন্ত্রী্ রাজ্যের যুবাদের জন্য রোজগারের সুযোগ তৈরি করার বিষয়ে আলোচনা করেন
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২১, : মুখ্যমন্ত্রী আজ বন্ধন ব্যাংকের চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষের সঙ্গে সচিবালয়ে নানা বিষয়ে চর্চা করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, আমি খুশি যে, রাজ্যের একজন এন্টারপ্রেনার নিজের উদ্যমে দেশ দুনিয়ায় নাম করছেন। অন্যান্য আলোচনার পাশাপাশি, রাজ্যের যুবাদের জন্য রোজগারের সুযোগ তৈরি করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি এই বিষয়ে উৎসাহ দেখিয়েছেন এবং নিজের ব্যাংকিং সংস্থা বা অন্যান্য ক্ষেত্রে রোজগারের সুযোগ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বন্ধন ব্যাংকের গোটা দেশে ১.৯৩ কোটি গ্রাহক রয়েছে। ভারতবর্ষে তাদের ৪২৮৮ টি ব্যাংকিং আউটলেট আছে। তাদের ৫৪৯০৮ কোটি ডিপোজিট, প্রতিদিন ২০,০০০ টি করে একাউন্ট খোলা হয়, একদিনে ৮৫ লক্ষ লেনদেন হয়। তাদের ৩৭ হাজার কর্মচারী গোটা দেশে নিযুক্ত। রাজ্য সরকারের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে, রাজ্যের উন্নয়নে তিনিও সঙ্গী থাকবেন বলে জানিয়েছেন।